IPL 2022 Auction: IPL নিলামে কোন দলের পাল্লা সবথেকে ভারী থাকবে? কাদের হাতে সবথেকে বেশি টাকা আছে?

1/10পঞ্জাব কিংস: মায়াঙ্ক আগরওয়াল এবং অর্শদীপ সিংকে রিটেন করা হয়েছে। সর্বাধিক ৭২ কোটি টাকা পড়ে আছে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @PunjabKingsIPL)

সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, উমরান মালিক এবং আবদুল সামাদকে রিটেন করা হয়েছে। নিলামের জন্য ৬৮ কোটি টাকা আছে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @IPL)
2/10সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, উমরান মালিক এবং আবদুল সামাদকে রিটেন করা হয়েছে। নিলামের জন্য ৬৮ কোটি টাকা আছে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @IPL)
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, জস বাটলার এবং যশস্বী জয়সওয়ালকে ধরে রেখেছে। নিলামে আরও ৬২ কোটি টাকা খরচ করতে পারবে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @IPL)
3/10রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন, জস বাটলার এবং যশস্বী জয়সওয়ালকে ধরে রেখেছে। নিলামে আরও ৬২ কোটি টাকা খরচ করতে পারবে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @IPL)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়াল এবং মহম্মদ সিরাজকে রিটেন করা হয়েছে। হাতে পড়ে আছে ৫৭ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Virat Kohli)
4/10রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়াল এবং মহম্মদ সিরাজকে রিটেন করা হয়েছে। হাতে পড়ে আছে ৫৭ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Virat Kohli)
লখনউ ফ্র্যাঞ্চাইজি: কে এল রাহুল, মার্কাস স্টইনিস এবং রবি বিষ্ণোইকে ড্রাফট খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে। নিলামের জন্য হাতে আছে ৫৯.৮৯ কোটি টাকা। (ছবি সৌজন্যে রয়টার্স)
5/10লখনউ ফ্র্যাঞ্চাইজি: কে এল রাহুল, মার্কাস স্টইনিস এবং রবি বিষ্ণোইকে ড্রাফট খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে। নিলামের জন্য হাতে আছে ৫৯.৮৯ কোটি টাকা। (ছবি সৌজন্যে রয়টার্স)
আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি: হার্দিক পান্ডিয়া, রশিদ খান এবং শুভমন গিলকে ড্রাফট হিসেবে রেখেছে আমদাবাদ। হাতে পড়ে আছে ৫২ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @KolkataKnightRiders)
6/10আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি: হার্দিক পান্ডিয়া, রশিদ খান এবং শুভমন গিলকে ড্রাফট হিসেবে রেখেছে আমদাবাদ। হাতে পড়ে আছে ৫২ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @KolkataKnightRiders)
চেন্নাই সুপার কিংস: মোট চারজনকে রেখে দিয়েছে হলুদ বাহিনী। নিলামের জন্য হাতে আছে ৪৮ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @TheChennaiSuperKings)
7/10চেন্নাই সুপার কিংস: মোট চারজনকে রেখে দিয়েছে হলুদ বাহিনী। নিলামের জন্য হাতে আছে ৪৮ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @TheChennaiSuperKings)
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, কায়রন পোলার্ড এবং সূর্যকুমার যাদবকে রেখে দিয়েছে। নিলামে আরও ৪৮ কোটি টাকা খরচ করতে পারবে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Rohit Sharma)
8/10মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, কায়রন পোলার্ড এবং সূর্যকুমার যাদবকে রেখে দিয়েছে। নিলামে আরও ৪৮ কোটি টাকা খরচ করতে পারবে। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Rohit Sharma)
কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিনকে রেখে দিয়েছেন নাইটরা। নিলামের জন্য হাতে পড়ে আছে ৪৮ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @KolkataKnightRiders)
9/10কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আইয়ার এবং সুনীল নারিনকে রেখে দিয়েছেন নাইটরা। নিলামের জন্য হাতে পড়ে আছে ৪৮ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @KolkataKnightRiders)
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ এবং আন্দ্রে নখিয়াকে রাখা হয়েছে। নিলামের জন্য সবথেকে কম টাকা আছে। নিলামের জন্য হাতে আছে ৪৭.৫ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @DelhiCapitalsOfficial)
10/10দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, পৃথ্বী শ এবং আন্দ্রে নখিয়াকে রাখা হয়েছে। নিলামের জন্য সবথেকে কম টাকা আছে। নিলামের জন্য হাতে আছে ৪৭.৫ কোটি টাকা। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক @DelhiCapitalsOfficial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.