IPL 2022 Auction: বেশি টাকার জন্যই SRH-এ থাকতে চাননি রশিদ, কার্যত বুঝিয়ে দিলেন CEO

বেশি টাকার জন্যই সানরাইজার্স হায়দরবাদে থাকতে চাননি রশিদ খান। এমনটাই ইঙ্গিত দিলেন হায়দরাবাদের সিইও কে শাম্মি। যদিও বিষয়টি নিয়ে আফগানিস্তানের তারকা ক্রিকেটার কোনও মন্তব্য করেননি।

মঙ্গলবার সরকারিভাবে সানরাইজার্সের তরফে জানানো হয়, আগামী তিন মরশুমের জন্য কেন উইলিয়ামসন (১৪ কোটি টাকা), আবদুল সামাদ (চার কোটি টাকা) এবং উমরান মালিককে (চার কোটি টাকা) রাখা হচ্ছে। অথচ রশিদকে রাখা হয়নি। তা নিয়ে অনেক বিশেষজ্ঞই ভ্রূ কোঁচকান। রশিদের মতো খেলোয়াড়কে কোন যুক্তিতে ছেড়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ট্রেন্ডিং স্টোরিজ

তবে কী কারণে রশিদকে রাখা হয়নি, তার ইঙ্গিত দেন সানরাইজার্সের সিইও। সরকারি সম্প্রচারকারী স্টার স্পোর্টসে তিনি বলেন, ‘এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু যদি কোনও খেলোয়াড় দামের কারণে নিজেকে নিলামে তুলতে চান, তাহলে আমরা অবশ্যই তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি চেষ্টা করব এবং দেখব যে নিলামে সঠিক দামে তাঁকে নেওয়া যায় কিনা।’ তবে তিনি নির্দিষ্টভাবে কোনও খেলোয়াড়ের নাম করেননি।

তারইমধ্যে সানরাইজার্সকে ধন্যবাদ জানিয়েছেন রশিদ। টুইটারে তিনি বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে দুর্দান্ত সফরের সাক্ষী ছিলাম। আপনাদের সমর্থন, ভালোবাসা এবং আমায় বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আর অরেঞ্জ আর্মি, আপনারা শক্তির স্তম্ভ ছিলেন। এরকম দুর্দান্ত সমর্থকদের জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।’

উল্লেখ্য, ২০১৭ সালে চার কোটি টাকা দিয়ে রশিদকে নিয়েছিল সানরাইজার্স। পরের বছর নিলামেই রশিদের জন্য ন’কোটি টাকা দিচ্ছিল পঞ্জাব কিংস (সেই সময় কিংস ইলেভন পঞ্জাব)। তবে প্রত্যাশিতভাবেই ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে রশিদকে ধরে রেখেছিল সানরাইজার্স। আপাতত সানরাইজার্সের হয়ে ৭৬ ম্যাচ খেলেছেন রশিদ। পেয়েছেন ৯৩ টি উইকেট। ইকোনমি রেট ৬.৩৩। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.