IPL 2022 Auction: শেষ IPL-এ গড় ছিল ৭.৭, সেই খেলোয়াড়ের জন্য ১০ কোটি টাকা খরচ করতে রাজি ছিল KKR!

1/6শেষ IPL-এ গড় ছিল ৭.৭, সেই খেলোয়াড়ের জন্য ১০ কোটি টাকা খরচ করতে রাজি ছিল KKR! (ছবি সৌজন্যে আইপিএল)

গত আইপিএলে তাঁর গড় ছিল ৭.৭২। সেই নিকোলাস পুরানের জন্য ১০.৫ কোটি টাকাও খরচ করতে রাজি ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শেষপর্যন্ত অবশ্য ১০.৭৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ছিনিয়ে নেয়। (AFP)
2/6গত আইপিএলে তাঁর গড় ছিল ৭.৭২। সেই নিকোলাস পুরানের জন্য ১০.৫ কোটি টাকাও খরচ করতে রাজি ছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শেষপর্যন্ত অবশ্য ১০.৭৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে ছিনিয়ে নেয়। (AFP)
এবারের নিলামে উইকেটকিপারের দরকার ছিল কেকেআরের। শনিবার আচমকা পুরানের জন্য বিড শুরু করে কেকেআর। (AFP)
3/6এবারের নিলামে উইকেটকিপারের দরকার ছিল কেকেআরের। শনিবার আচমকা পুরানের জন্য বিড শুরু করে কেকেআর। (AFP)
পুরানকে নিয়ে কেকেআর এবং পঞ্জাব কিংসের মধ্যে রীতিমতো টানাপোড়েন শুরু হয়। ১০.৫ কোটি টাকা পর্যন্ত দাম দেয় কেকেআর। সেইসময় কেকেআরের হাতে মেরেকেটে ২০ কোটি টাকা ছিল। সঙ্গে দলে প্রচুর শূন্যস্থান ছিল (যা এখনও আছে অবশ্য)। (PTI)
4/6পুরানকে নিয়ে কেকেআর এবং পঞ্জাব কিংসের মধ্যে রীতিমতো টানাপোড়েন শুরু হয়। ১০.৫ কোটি টাকা পর্যন্ত দাম দেয় কেকেআর। সেইসময় কেকেআরের হাতে মেরেকেটে ২০ কোটি টাকা ছিল। সঙ্গে দলে প্রচুর শূন্যস্থান ছিল (যা এখনও আছে অবশ্য)। (PTI)
কেকেআরের সেই কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন নাইট আকাশ চোপড়া বলেই দেন, কেকেআর বেঁচে গিয়েছে যে হায়দরাবাদ জিতে গিয়েছে বিডিংয়ে। (AFP)
5/6কেকেআরের সেই কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন নাইট আকাশ চোপড়া বলেই দেন, কেকেআর বেঁচে গিয়েছে যে হায়দরাবাদ জিতে গিয়েছে বিডিংয়ে। (AFP)
আকাশ বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স - অল্পের জন্য তারা একটি বুলেট থেকে বেঁচে গিয়েছে। একটা সময় ছিল যখন তাদের ২০ কোটি টাকা বাকি ছিল এবং সেই সময় নিকোলাস পুরানের জন্য ১০.৫ কোটি টাকা খরচ করতে যাচ্ছিল। তখনই সানরাইজার্স হায়দরাবাদ তার চেয়ে বেশি দর হেঁকে পুরানকে কিনে নেয়। যদি সেটা না হত তাহলে কেকেআরের নিলাম খারাপ হয়ে যেত।’ তিনি আরও বলেন, ‘তখন তারা নিকোলাস পুরানকে অষ্টম প্লেয়ার হিসেবে কিনত এবং তারপর তাদের কাছে ১০ কোটি টাকা বাকি থাকত। সেই টাকাতে ১০ জন খেলোয়াড়কে কিনতে হত। ঈশ্বরকে ধন্যবাদ এমনটা হয়নি।’ (AFP)
6/6আকাশ বলেন, ‘কলকাতা নাইট রাইডার্স – অল্পের জন্য তারা একটি বুলেট থেকে বেঁচে গিয়েছে। একটা সময় ছিল যখন তাদের ২০ কোটি টাকা বাকি ছিল এবং সেই সময় নিকোলাস পুরানের জন্য ১০.৫ কোটি টাকা খরচ করতে যাচ্ছিল। তখনই সানরাইজার্স হায়দরাবাদ তার চেয়ে বেশি দর হেঁকে পুরানকে কিনে নেয়। যদি সেটা না হত তাহলে কেকেআরের নিলাম খারাপ হয়ে যেত।’ তিনি আরও বলেন, ‘তখন তারা নিকোলাস পুরানকে অষ্টম প্লেয়ার হিসেবে কিনত এবং তারপর তাদের কাছে ১০ কোটি টাকা বাকি থাকত। সেই টাকাতে ১০ জন খেলোয়াড়কে কিনতে হত। ঈশ্বরকে ধন্যবাদ এমনটা হয়নি।’ (AFP)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.