IPL 2022: যশ ধুল থেকে অভিষেক শর্মা, আসন্ন মরশুমে জাত চেনাতে পারেন এই তরুণ তুর্কীরা

1/10এ বছরই ভারতের হয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতে অধিনায়ক যশ ধুল ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট মহলে শোরগোল ফেলেছেন। রঞ্জি অভিষেকে দুই ইনিংসে শতরান করেছিলেন ধুল। অতীতে দিল্লি ক্যাপিটালসের অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলেন। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে ধুল আইপিএলের মঞ মাতাবেন বলে অনেক বিশেষজ্ঞই মনে করছেন।

ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে সদ্য অভিষেক ঘটিয়েছেন রবি বিষ্ণোই। আইপিএলেও ২৩ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়ে ফেলেছেন। তবে ভুললে চলবে না তাঁর বয়স মাত্র ২১ বছর। নিলামের আগেই নতুন ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস তাঁকে দলে তুলে নেয়। সুতরাং, বিষ্ণোইয়ের প্রতিভা নিয়ে কারুরই কোনও সন্দেহ থাকতে পারে না। তাঁর উপর কিন্তু এই মরশুমে বিশেষ নজর থাকবে। 
2/10ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে সদ্য অভিষেক ঘটিয়েছেন রবি বিষ্ণোই। আইপিএলেও ২৩ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়ে ফেলেছেন। তবে ভুললে চলবে না তাঁর বয়স মাত্র ২১ বছর। নিলামের আগেই নতুন ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস তাঁকে দলে তুলে নেয়। সুতরাং, বিষ্ণোইয়ের প্রতিভা নিয়ে কারুরই কোনও সন্দেহ থাকতে পারে না। তাঁর উপর কিন্তু এই মরশুমে বিশেষ নজর থাকবে। 
গত মরশুমে অর্শদীপ সিংয়ের পারফরম্যান্স এতটাই ভাল ছিল যে এ মরশুমে নিলামের আগে পঞ্জাব কিংস তাঁকে রিটেন করে। ২৩ বছরের অর্শদীপ ইনিংসে শুরু, মিডল ওভার এবং বিশেষত ডেথ ওভার, তিন সময় বল করতে পটু। গত মরশুমে ১৮টি উইকেটও নিয়েছিলেন তিনি। এ মরশুমে তিনি আরও প্রভাবিত করার লক্ষ্যে থাকবেন।
3/10গত মরশুমে অর্শদীপ সিংয়ের পারফরম্যান্স এতটাই ভাল ছিল যে এ মরশুমে নিলামের আগে পঞ্জাব কিংস তাঁকে রিটেন করে। ২৩ বছরের অর্শদীপ ইনিংসে শুরু, মিডল ওভার এবং বিশেষত ডেথ ওভার, তিন সময় বল করতে পটু। গত মরশুমে ১৮টি উইকেটও নিয়েছিলেন তিনি। এ মরশুমে তিনি আরও প্রভাবিত করার লক্ষ্যে থাকবেন।
এ মরশুমের আইপিএলের কণিষ্ঠতম ক্রিকেটার গুজরাট টাইটানসের নুর আহমেদ (ডান দিকে)। দলে স্বদেশীয় রশিদ খান থাকায়, চায়নাম্যান বোলার নুরের সুযোগ পাওয়াটা একটু কঠিনই। তবে তাঁর আরেক স্বদেশীয় রহমানুল্লাহ গুরবাজ (বাঁ-দিকে) কিন্তু গুজরাট দলে সুযোগ পেতেই পারেন। ২০ বছরের গুরবাজ ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন। সুতরাং, আইপিএলে ব্যাট হাতে গুরবাজের জ্বলে উঠার সম্ভাবনা প্রবল।
4/10এ মরশুমের আইপিএলের কণিষ্ঠতম ক্রিকেটার গুজরাট টাইটানসের নুর আহমেদ (ডান দিকে)। দলে স্বদেশীয় রশিদ খান থাকায়, চায়নাম্যান বোলার নুরের সুযোগ পাওয়াটা একটু কঠিনই। তবে তাঁর আরেক স্বদেশীয় রহমানুল্লাহ গুরবাজ (বাঁ-দিকে) কিন্তু গুজরাট দলে সুযোগ পেতেই পারেন। ২০ বছরের গুরবাজ ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়েছেন। সুতরাং, আইপিএলে ব্যাট হাতে গুরবাজের জ্বলে উঠার সম্ভাবনা প্রবল।
এ বছরের আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। ‘বেবি এবি’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকান তরুণ ব্রেভিসকে নিয়ে উত্তেজনার অন্ত নেই। স্বাভাবিকভাবেই মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ ব্রেভিসের দক্ষতা অসামান্য। তাই তাঁকে এই তালিকায় রাখতেই হচ্ছে।
5/10এ বছরের আইসিসি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। ‘বেবি এবি’ নামে পরিচিত দক্ষিণ আফ্রিকান তরুণ ব্রেভিসকে নিয়ে উত্তেজনার অন্ত নেই। স্বাভাবিকভাবেই মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ ব্রেভিসের দক্ষতা অসামান্য। তাই তাঁকে এই তালিকায় রাখতেই হচ্ছে।
নেট বোলার থেকে ভাগ্যের ফেরে একেবারে সানরাইজার্স হায়দরাবাদ দলে সুযোগ এবং তারপর ভারতীয় এ দলে। ইতিমধ্যেই ১৫০ কি.মির গতিতে বল করতে সক্ষম উমরান মালিক, ক্রিকেটমহলে বেশ শোরগোল ফেলেছেন। এ মরশুমের আগে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে রিটেন করে। তাঁর আগুনে গতি আচ্ছা আচ্ছা ব্যাটারদের সমস্যা ফেলবে।
6/10নেট বোলার থেকে ভাগ্যের ফেরে একেবারে সানরাইজার্স হায়দরাবাদ দলে সুযোগ এবং তারপর ভারতীয় এ দলে। ইতিমধ্যেই ১৫০ কি.মির গতিতে বল করতে সক্ষম উমরান মালিক, ক্রিকেটমহলে বেশ শোরগোল ফেলেছেন। এ মরশুমের আগে সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে রিটেন করে। তাঁর আগুনে গতি আচ্ছা আচ্ছা ব্যাটারদের সমস্যা ফেলবে।
উমরানের মতোই তাঁর কাশ্মিরী সতীর্থ আব্দালু সামাদকেও রিটেন করেছে সানরাইজার্স। ২০ বছরের সামাদের ছক্কা হাঁকানোর দক্ষতা ইতিমধ্যেই সকলে দেখেছেন। আইপিএলে বেশ কয়েকটি ম্য়াচ খেলার অভিজ্ঞতাও হয়ে গিয়েছে এখন তাঁর। সানরাইজার্সের মিডল অর্ডারে কিন্তু তাঁর উপর গুরুদায়িত্ব থাকবে ইনিংস শেষ করার। তিনি কতটা সফলভাবে তা করতে পারেন, এখন সেটাই দেখার। 
7/10উমরানের মতোই তাঁর কাশ্মিরী সতীর্থ আব্দালু সামাদকেও রিটেন করেছে সানরাইজার্স। ২০ বছরের সামাদের ছক্কা হাঁকানোর দক্ষতা ইতিমধ্যেই সকলে দেখেছেন। আইপিএলে বেশ কয়েকটি ম্য়াচ খেলার অভিজ্ঞতাও হয়ে গিয়েছে এখন তাঁর। সানরাইজার্সের মিডল অর্ডারে কিন্তু তাঁর উপর গুরুদায়িত্ব থাকবে ইনিংস শেষ করার। তিনি কতটা সফলভাবে তা করতে পারেন, এখন সেটাই দেখার। 
কিংবদন্তি কপিল দেবের পর একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে রাজ অঙ্গদ বাওয়া এক আইসিসি টুর্নামেন্টে ১৫০-র অধিক রান করার পাশাপাশি পাঁচ উইকেটও নেন। তা হোক না সে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। পঞ্জাব কিংসের এই অলরাউন্ডারকে নিয়ে গোটা দেশ উৎসাহিত। এ মরশুমের আইপিএলে জ্বলে উঠার সব মালমশলা কিন্তু রয়েছে রাজের মধ্যে।
8/10কিংবদন্তি কপিল দেবের পর একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে রাজ অঙ্গদ বাওয়া এক আইসিসি টুর্নামেন্টে ১৫০-র অধিক রান করার পাশাপাশি পাঁচ উইকেটও নেন। তা হোক না সে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ। পঞ্জাব কিংসের এই অলরাউন্ডারকে নিয়ে গোটা দেশ উৎসাহিত। এ মরশুমের আইপিএলে জ্বলে উঠার সব মালমশলা কিন্তু রয়েছে রাজের মধ্যে।
বিশ্বজয়ী অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের আরেক সদস্য রাজবর্ধন হাঙ্গার্গেকরকে চেন্নাই সুপার কিংস নিলামে দলে নিয়েছে। গতির সঙ্গে পেস বোলিংয়ের পাশাপাশি বড় শট হাঁকাতেও পটু রাজবর্ধন। সুযোগ পেলে নিঃসন্দেহে তিনি সকলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন।
9/10বিশ্বজয়ী অনুর্ধ্ব ১৯ ভারতীয় দলের আরেক সদস্য রাজবর্ধন হাঙ্গার্গেকরকে চেন্নাই সুপার কিংস নিলামে দলে নিয়েছে। গতির সঙ্গে পেস বোলিংয়ের পাশাপাশি বড় শট হাঁকাতেও পটু রাজবর্ধন। সুযোগ পেলে নিঃসন্দেহে তিনি সকলকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন।
৬.৫ কোটি টাকার বিনিময়ে অভিষেক শর্মাকে পুনরায় দলে ফিরিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ২১ বছরের অভিষেক এ মরশুমে দলের হয়ে ওপেনিংও করবেন বলে জানানো হয়েছে। ব্যাটের সঙ্গে সঙ্গে ভাল স্পিনারও অভিষেক। আগেও আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ মরশুমেই হয়তো নিজের পূর্ণ প্রতিভার বিকাশ ঘটাবেন এই তরুণ অলরাউন্ডার।
10/10৬.৫ কোটি টাকার বিনিময়ে অভিষেক শর্মাকে পুনরায় দলে ফিরিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ২১ বছরের অভিষেক এ মরশুমে দলের হয়ে ওপেনিংও করবেন বলে জানানো হয়েছে। ব্যাটের সঙ্গে সঙ্গে ভাল স্পিনারও অভিষেক। আগেও আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ মরশুমেই হয়তো নিজের পূর্ণ প্রতিভার বিকাশ ঘটাবেন এই তরুণ অলরাউন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.