IPL 2020 Live: টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নাইটদের

আইপিএলে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে কলকাতা ও মুম্বই৷ এর মধ্যে ২৪ বার লিগের ম্যাচে ও একবার প্লে-অফে৷ যার মধ্যে ১৯ বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ আর মাত্র ৬টি ম্যাচ জিততে সমর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স৷ অর্থাৎ পরিসংখ্যান বলছে আইপিএলে কেকেআর-এর সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হল মুম্বই ইন্ডিয়ান্স৷ শেষবার সাক্ষাতে হার হজম করেছে কেকেআর৷ গত আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিং খানের দলকে ৯ উইকেটে হারিয়েছিল নীতা অম্বানির দল৷

মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বভার রোহিত শর্মার হাতে যেমন রয়েছে, কেকেআর-এর নেতৃত্বও রয়েছে গতবারের দু’বারের নেতা দীনেশ কার্তিকের উপরে৷ আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হল মুম্বই৷ ১২ বছরের আইপিএলের ইতিহাসে চারবারের চ্যাম্পিয়ন হয়েছে নীতা অম্বানির ফ্র্যাঞ্চাইজি৷ আর দু’বার ট্রফি ঘরে তুলতে সক্ষম হয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি৷

কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, শুভমন গিল, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (অধিনায়ক/ উইকেটরক্ষক), নিখল নায়েক, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি,

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জেমস প্যাটিনসন/কুল্টার-নাইল, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.