রবিরার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে খেলতে মানবে ভারত। সাদা বলের ক্রিকেটে পূর্ণ নেতা হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকেই দায়িত্ব নিতে চলেছেন রোহিত শর্মা। নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে রোহিত বলেন, ‘বিরাট যখন ক্যাপ্টেন ছিল, আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম। ও যেখানে টিমকে রেখে গিয়েছে, সেখান থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমর্থকদের কী প্রত্যাশা খুব ভালো করেই জানি। সেই কারণে টিম যাতে একই রকম সাফল্য পায়, সেটা মাথায় রাখতে হবে। এমন নয় যে, আমি টিমের দায়িত্ব নিচ্ছি মানে সব কিছু পাল্টে ফেলতে হবে। যে ভাবে টিম চলছে, সে ভাবেই চলবে। টিমের প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল।’
রবিবারের ম্যাচে মাঠে নামার আগে ভারতের অধিনায়ক বলেন, ‘আমার সঙ্গে ওপেনার হিসেবে ইশান ছাড়া আর কোনও বিকল্প নেই। মায়াঙ্ক টিমের সঙ্গে যোগ দিয়েছে ঠিকই, কিন্তু ও এখন আইসোলেশনে রয়েছে।’ চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি রোহিত শর্মা। টেস্টের পাশাপাশি ওয়ান ডে সিরিজেও হেরে এসেছে ভারত। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, ‘একটা সিরিজ হেরেছি বলেই ভয় পেতে হবে, তা কিন্তু নয়। অনেক দিন আমরা দারুণ ওয়ান ডে ক্রিকেট খেলিনি। খেলার অন্য ধারাটাও আমাদের দ্রুত ধরে নিতে হবে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে আমরা অনেক কিছু শিখেছি। টিম হিসেবে ভালো খেলতে পারিনি আমরা।’ট্রেন্ডিং স্টোরিজ
শুধু সাদা বল নয়, টেস্টেও বিরাটের জায়গায় রোহিতের ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা প্রবল। রোহিত কিন্তু বলছেন, ‘এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে আর টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করাটাই আমার লক্ষ্য। তার থেকে বেশি কিছু নিয়ে ভাবছি না।’ এদিকে করোনায় আক্রান্ত হওয়ার কারণে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়াররা সংক্রমিত হওয়ায় আইসোলেশনে রয়েছেন। পরিবর্ত ওপেনার হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে ডাকা হলেও তিনি খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে ইশান কিষাণ ছাড়া বিকল্প নেই ভারতের হাতে। তাই ভারতের হাজারতম ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন ইশান কিষাণ।