ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করলেন যশপ্রীত বুমরা। প্রথম ভারতীয় বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে ৬ উইকেট নেওয়ার নজিরও গড়লেন।
মঙ্গলবারের ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যেই ৪টি উইকেট তুলে নিলেন বুমরা। ২০০২ সালের পর তৃতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব দেখালেন তিনি। ম্যাচের প্রথম ১০ ওভারে বুমরার চার শিকার হলেন জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। ২০০৩ সালে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাভাগল শ্রীনাথ ম্যাচের প্রথম ১০ ওভারেই ৪ উইকেট নেন। দ্বিতীয় বোলার হিসাবে ভুবনেশ্বর কুমার শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৩ সালে পোর্ট অব স্পেনে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
বুমরার ১৯ রানে ৬ উইকেটও এক দিনের ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের তৃতীয় সেরা পারফরম্যান্স। ২০১৪ সালে স্টুয়ার্ট বিনি বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রান খরচ করে ৬ উইকেট নেন। সেটাই এক দিনের ক্রিকেটে কোনও ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স। দ্বিতীয় স্থানে রয়েছেন অনিল কুম্বলে। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন।
বুমরার দাপটে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১১০ রানে। ভারতের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে এটাই ইংল্যান্ডের সব থেকে কম রানের ইনিংস। এর আগে ২০০৬ সালে জয়পুরে ১২৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। এত দিন পর্যন্ত সেটাই ছিল ভারতের বিরুদ্ধে তাদের সর্বনিম্ন রানের ইনিংস।