IND vs ENG 1st Test Day 3 Live: ৭ উইকেট খুইয়ে চাপে ভারত

আজ, ভারত-ইংল্যান্ডের (India vs England ) প্রথম টেস্টের তৃতীয় দিন। প্রথম টেস্টের প্রথম দিন টসে জিতে বিরাটদের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। শামি-বুমরাদের দাপটে অল আউট হয়ে ১৮৩ রানে আটকে যান জো রুটরা।

প্রথম দিনের শেষে ভারতের প্রথম ইনিংস শুরু হয়েছিল। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে পুরো খেলা শেষ করা যায়নি। নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় খেলা। লাঞ্চ বিরতির পর খেলা শুরু হয়ে গিয়েছে।

  • 06 AUG 2021 19:18 PM (IST)জাডেজার ব্যাটে এবার ছয়img৭২.৫ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে ছয় মারলেন রবীন্দ্র জাডেজা
  • 06 AUG 2021 19:16 PM (IST)জিমির বলে জাডেজার চারimg৭২.৩ ওভারে জেমস অ্যান্ডারসনের বল বাউন্ডারিতে পাঠালেন রবীন্দ্র জাডেজা
  • 06 AUG 2021 19:08 PM (IST)আউট শার্দূলimgকোনও রান না করেই মাঠ ছাড়লেন শার্দূল ঠাকুর।
  • 06 AUG 2021 19:07 PM (IST)টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী জিমিটেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হলেন জেমস অ্যান্ডারসন। ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলেকে টপকে গেলেন তিনি
https://twitter.com/ICC/status/1423637108674109441
  • 06 AUG 2021 19:03 PM (IST)৭০ ওভারে ভারত ২০৫/৬২২ রানে এগিয়ে রয়েছে ভারত। ক্রিজে রবীন্দ্র জাডেজা-শার্দূল ঠাকুর
  • 06 AUG 2021 18:56 PM (IST)রাহুলের গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারতimg৮৪ রান করে সাজঘরে ফিরলেন কেএল রাহুল
  • 06 AUG 2021 18:54 PM (IST)জিমির বলে রাহুলের চারimg৬৮.২ ওভারে জেমস অ্যান্ডারসনের বলে চার মারলেন কেএল রাহুল
  • 06 AUG 2021 18:54 PM (IST)দু’শো রানের গণ্ডি পার টিম ইন্ডিয়ার৬৮.১ ওভারে ভারতের দলগত ২০০ রান পূর্ণ হল
  • 06 AUG 2021 18:41 PM (IST)দ্বিতীয় সেশন শুরুলাঞ্চ বিরতির পর মাঠে ফিরলেন কেএল রাহুল-রবীন্দ্র জাডেজা।
  • 06 AUG 2021 18:05 PM (IST)লাঞ্চ বিরতিলাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৫ উইকেটে ১৯১। ৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
  • 06 AUG 2021 17:56 PM (IST)৬৫ ওভারে ভারত ১৮৮/৫৫ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত। ৬৫ ওভারে স্কোরবোর্ডে ভারত তুলেছে ১৮৮ রান।
  • 06 AUG 2021 17:56 PM (IST)লিড নিল ভারতক্রিজে রয়েছেন কেএল রাহুল ও রবীন্দ্র জাডেজা। লিড নিল ভারত।
https://twitter.com/ICC/status/1423621337168236544
  • 06 AUG 2021 17:40 PM (IST)দু’হাজারি জাডেজাটেস্ট ক্রিকেটে দু হাজার রান পূর্ণ করলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।
https://twitter.com/BCCI/status/1423615733670584324
  • 06 AUG 2021 17:35 PM (IST)৬০ ওভারে ভারত ১৭৫/৫ক্রিজে কেএল রাহুল ও রবীন্দ্র জাডেজা
  • 06 AUG 2021 17:31 PM (IST)স্যাম কারানের বলে জাডেজার চারimg৫৯.৪ ওভারে স্যাম কারানের বলে চার মারলেন রবীন্দ্র জাডেজা
  • 06 AUG 2021 17:09 PM (IST)৫৫ ওভারে ভারত ১৫৭/৫৫ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত। ৫৫ ওভারে স্কোরবোর্ডে ভারত তুলেছে ১৫৭ রান
  • 06 AUG 2021 16:53 PM (IST)জাডেজার প্রথম চারimg৫১.১ ওভারে ওলি রবিনসনের বলে প্রথম চার রবীন্দ্র জাডেজার
  • 06 AUG 2021 16:47 PM (IST)৫০ ওভারে ভারত ১৪৫/৫৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ক্রিজে এখনও রয়েছেন কেএল রাহুল।
  • 06 AUG 2021 16:46 PM (IST)পন্থের উইকেট হারাল ভারতimgওলি রবিনসনের বলে পর পর চার, ছয় মারার পরই উইকেট দিয়ে বসলেন ঋষভ পন্থ
  • 06 AUG 2021 16:45 PM (IST)পন্থের প্রথম ছয়img৪৯.৫ ওভারে ওলি রবিনসনের বলে প্রথম ওভার বাউন্ডারি ঋষভ পন্থের
  • 06 AUG 2021 16:44 PM (IST)রবিনসনের বলে পন্থের চারimg৪৯.৪ ওভারে ওলি রবিনসনের বল বাউন্ডারিতে পাঠালেন পন্থ
  • 06 AUG 2021 16:39 PM (IST)পুনরায় খেলা শুরুতৃতীয় দিনের শুরুতেই এক পশলা বৃষ্টি থামিয়ে দেয় পন্থদের খেলা। বৃষ্টি থামার পর ফের মাঠে বল গড়াল
  • 06 AUG 2021 16:37 PM (IST)আজকের তিন সেশনের নতুন সময়সূচি
  • 06 AUG 2021 16:17 PM (IST)ফের খেলা শুরুর ইঙ্গিতবৃষ্টি বন্ধ হয়েছে ট্রেন্ট ব্রিজে। পুনরায় খেলা শুরু হওয়ার ইঙ্গিত দিল বিসিসিআই।
  • 06 AUG 2021 16:02 PM (IST)ফের বৃষ্টি শুরুকিছুক্ষণ আগেই বৃষ্টি থামার পর বিসিসিআইয়ের তরফে জানানো হয় বিকেল ৪.১০ মিনিটে খেলা শুরু হবে। কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে ট্রেন্ট ব্রিজে।
  • 06 AUG 2021 15:53 PM (IST)খেলা শুরুর ইঙ্গিতআপাতত বৃষ্টি বন্ধ হয়েছে ট্রেন্ট ব্রিজে। আর বৃষ্টি না পড়লে বিকেল ৪.১০ মিনিটে পুনরায় খেলা শুরু হবে।
  • 06 AUG 2021 15:40 PM (IST)ট্রেন্ট ব্রিজে বৃষ্টি শুরুতৃতীয় দিনের শুরুতেই বাদ সাধল বৃষ্টি। কভার দিয়ে ঢাকতে হল পিচ। মাত্র ১১টি বল খেলেই ড্রেসিংরুমে ফিরে গেলেন পন্থ-রাহুল। আপাতত খেলা বন্ধ।
  • 06 AUG 2021 15:39 PM (IST)জিমির বলে পন্থের চারimg৪৮.৩ ওভারে জিমি অ্যান্ডারসনের বলে চার মারলেন ঋষভ পন্থ
  • 06 AUG 2021 15:30 PM (IST)তৃতীয় দিনের খেলা শুরুমাঠে নামলেন কেএল রাহুল ও ঋষভ পন্থ।
  • 06 AUG 2021 15:00 PM (IST)নিজের আউট হওয়া নিয়ে কী বললেন রোহিত?দ্বিতীয় দিন পুল শট মারতে গিয়ে আউট হন রোহিত শর্মা। নিজের আউ নিয়ে কী বললেন তিনি?
  • 06 AUG 2021 14:40 PM (IST)দেখুন ভিডিও- দ্বিতীয় দিন জিমি অ্যান্ডারসন কীভাবে ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়েছিল
  • 06 AUG 2021 14:20 PM (IST)নজর রাখুন আজকের তিনটি সেশনের সময় সূচিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.