প্রকাশিত হল আইসিসি টি-২০ বিশ্বকাপের সূচি। ২৪ অক্টেবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ভারত সুপার টুয়েলভের গ্রুপ-২’এর চারটি ম্যাচ খেলবে দুবাইয়ে। একটি ম্যাচে তারা মাঠে নামবে আবু ধাবিতে। শারজায় কোনও লিগ ম্যাচ নেই ভারতের।
টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সব লিগ ম্যাচগুলি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। সুতরাং, ভারতীয় সময় অনুয়ায়ী ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
উল্লেখ্য, ১৭ অক্টোবর গ্রুপ-বি’র ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ওই দিনই গ্রুপ-বি’র অপর ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও স্কটল্যান্ড। পরের দিন অর্থা. ১৮ অক্টোবর গ্রুপ-এ’র দু’টি ম্যাচ আয়োজিত হবে। ‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে দু’টি করে দল সুপার টুয়েলভে যোগ দেবে সরাসরি যোগ্যতা অর্জন করা আটটি দলের সঙ্গে।
ভারতের সূচি:-
১. ২৪ অক্টোবর বনাম পাকিস্তান (দুবাই)
২. ৩১ অক্টোবর বনাম নিউজিল্যান্ড (দুবাই)
৩. ৩ নভেম্বর বনাম আফগানিস্তান (আবু ধাবি)
৪. ৫ নভেম্বর বনাম বি-গ্রুপের এক নম্বর দল (দুবাই)
৫. ৮ নভেম্বর বনাম এ-গ্রুপের দু’নম্বর (jeve$m) দল (দুবাই)
বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-
গ্রুপ-এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নমিবিয়া।
গ্রুপ-বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান।
গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ-এ’র চ্যাম্পিয়ন, গ্রুপ-বি’র রানার্স।
গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-এ’র রানার্স, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন।