‘ক্যাপ্টেন্স নক’৷ ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানের দুরন্ত সেঞ্চুরিতে বক্সিং ডে টেস্টে অ্যাডভান্টেজ ভারত৷ ফিল্ডিংয়ের পর ব্যাট হাতেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বছর বত্রিশের এই মারাঠি৷ অজি পেস আক্রমণের বিরুদ্ধে তাঁর লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে টেস্ট কেরিয়ারে দ্বাদশ সেঞ্চুরিটি করেন রাহানে৷ ক্যাপ্টেনের লড়াকু শতরানে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের শেষ ভারতের স্কোর পাঁচ উইকেটে ২৭৭৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ৮২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া৷
বিরাট কোহলির অনুপস্থিতিতে বক্সিং ডে টেস্টে ভারতের নেতা স্বভাবসিদ্ধ লাজুক এই মারাঠি তরুণ৷ কম কথা বলা রাহানে নেতা হিসেবে যে আক্রমণাত্মক, মেলবোর্ন টেস্টের আগেই তা বলেছিলেন সচিন তেন্ডুলকর৷ কিংবদন্তি ব্যাটসম্যানের ব্যাখ্যা ছিল রাহানের রক্ষণাত্মক ভাবা ঠিক হবে না৷ মাঠে নেমে তা প্রমাণ করলেন মুম্বইয়ের এই ডানহাতি৷
রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ১৯৫ রানে শেষ করে দেন ভারতীয় বোলাররা৷ তাঁর ফিল্ডিং সাজানোর দক্ষতার প্রশংসা করেন বিশেজ্ঞরা৷ লেগ-স্টাম্পে তাঁর পাতা ফাঁদে অজি ব্যাটসম্যানরা৷ প্রাক্তন অজি অধিনায়ক তথা তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ-স্লিপ রেখে আউট করেন৷
আর রবিবার ব্যাট হাতে সামনে থেকেও নেতৃত্ব দেন রাহানে৷ চার নম্বরে ব্যাট করতে এসে প্রথমে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেনন ভারত অধিনায়ক৷ ১১১ বলে পাঁচটি বাউন্ডারি মেরে হাফ-সেঞ্চুরি পূর্ণ করা রাহানে সেঞ্চুরিতে পৌঁছন ১৯৫ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে৷ তবে সেঞ্চুরির পথে একবার জীবন পান ভারত অধিনায়ক৷ ৭৩ রানে স্লিপে তাঁর সহজ ক্যাচ ছাড়েন স্টিভ স্মিথ৷
তবে ভারত অধিনায়কের ব্যাটিং প্রশংসা আদায় করে নেয়৷ প্রথমে হনুমা বিহারী, তারপর ঋষভ পন্তের সঙ্গে হাফ-সেঞ্চুরি করে ভারতকে অস্ট্রেলিয়ার স্কোর টপকাতে সাহায্য করেন রাহানে৷ ৬৩ রানে তিন উইকেট হারানোর পর ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে যান তিনি৷ চতুর্থ উইকেটে বিহারীর সঙ্গে ৫২ রান এবং পঞ্চম উইকেট ঋষভ পন্তকে নিয়ে ৫৭ রানের পার্টনারশিপ গড়ে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান৷ এরপর ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে রাহানের অবিভক্ত ১০৪ রানের পার্টনারশিপ বক্সিং ডে টেস্টে ভারতকে চালকের আসনে বসিয়ে দেয়৷
দ্বিতীয় দিনের শেষে রাহানে ১০৪ এবং রাহানে ৪০ রানে ক্রিজে রয়েছেন৷ এর আগে শুভমন গিল ৪৫ এবং ঋষভ পন্ত ২৯ রানের ইনিংস খেলেন৷ অভিষেকে টপ-ক্লাস অজি বোলিংয়ের দারুণ ব্যাটিং করেন গিল৷ নির্ধারিত সময়ের একটু আগেই বৃষ্টি শুরু হওয়ায় স্টাম্প করে দেন আম্পায়াররা৷