ভারত সফরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গেলেও, একটিও ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ইডেনে দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়েছে ক্যারিবিয়ান দল। তবে এই ম্যাচেই এক রেকর্ড গড়ে ফেললেন উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড।
ইডেন গার্ডেন্সে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল পোলার্ডের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচ। বহু আগেই নিজের শততম ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছেন পোলার্ড। সুতরাং, সীমিত ওভারের দুই ফর্ম্যাটেই তাঁর ১০০টি করে ম্যাচ খেলা হয়ে গেল। তবে আশ্চর্যজনক মনে হলেও, পোলার্ড কোনোদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ম্যাচ খেললেনি। ঘটনাক্রমে তিনিই একমাত্র ক্রিকেটার যে সীমিত ওভারের দুই ফর্ম্য়াটে ১০০ বা তার বেশি ম্যাচ খেললেও, লাল বলে দেশের জার্সিতে একটিও ম্যাচ খেলননি।ট্রেন্ডিং স্টোরিজ
তবে টেস্ট না খেললেও পোলার্ডের সুখ্যাতি কিন্তু কম নয়। বিশেষত টি-টোয়েন্টি ফর্ম্যাটে তিনি বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। তাই জাতীয় দলের হয়ে তাঁর শততম টি-টোয়েন্টিকে স্মরণীয় করে রাখতে ওয়েস্ট ইন্ডিজ দলের তরফ থেকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ১০০ লেখা এক বিশেষ জার্সি পোলার্ডকে উপহার দেওয়া হয়। তাঁর হাতে দলের সহ-অধিনায়ক নিকোলাস পুরান এই জার্সি তুলে দেন। উপহার পেয়ে কিন্তু বেশ খুশিই দেখাচ্ছিল পোলার্ডকে।