1/5চূড়ান্ত ভাবে ব্যর্থ ভারতের ব্যাটিং। ভারতের হয়ে কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেননি সোমবার। সর্বোচ্চ রান করেছেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর সংগ্রহ ৩১। বাকিদের অবস্থা তথৈবচ। ৪০ রানে ৩ উইকেট আর ৬১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছিল ভারত। রোহিত শর্মা (০), সূর্যকুমার যাদব (১১), শ্রেয়স আইয়ার (১০) প্রথম তিন ব্যাটার একেবারে ল্যাজেগোবরে হন। পন্ত হাল ধরার চেষ্টা করলেও, ২৪ রানে আউট হয়ে যান। দ্বিতীয় সর্বোচ্চ রবীন্দ্র জাদেজার ২৭। অশ্বিন ১০ করেছেন। বাকিদের স্কোর দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি। যার জেরে ১৯.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অল আউট হয়ে যায় ভারত।
2/5ভারতের বোলিং যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, ততটাও হয়নি। তাই ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
3/5তাও শেষ ওভার পর্যন্ত ভারত লড়াই করেছিল। কিন্তু কেন ২০তম ওভারে অনভিজ্ঞ আবেশ খানকে বল দেওয়া হল, সেটাই প্রশ্ন। শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ১০ রান দরকার ছিল। অনভিজ্ঞ আবেশকে বল তুলে দেওয়া হলে, প্রথম বলটি তিনি নো করেন। পরের ২টি বলে যথাক্রমে ৬ আর ৪ হাঁকিয়ে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। আবেশ সামান্য কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
4/5ভারতের আত্মতুষ্টি তাদের হারের বড় কাোরণ। ওডিআই এবং টি-টোয়েন্টি মিলিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছে ভারত। যে কারণে সম্ভবত তাদের মধ্যে একটা গা ছাড়া ভাবও ছিল। যার খেসারত ভারতকে ম্যাচ হেরে দিতে হল।
5/5উল্টোদিকে ওয়েস্ট ইন্ডিজ জয়ে ফিরতে মরিয়া ছিলেন। ক্যারিবিয়ানদের ওবেদ ম্যাকয়ে একাই ৬ উইকেট তুল নেয়। পাশাপাশি ওপেন করতে নেমে ব্রেন্ডন কিং-এর ৬৮ রান দলের ভিত মজবুত করে। যার জেরে জিতে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা।