bangla.hindustantimes.com, রোহিত থেকে আর্শদীপ, বিষ্ণোই, ছন্নছাড়া উইন্ডিজের বিরুদ্ধে এঁরাই জয় আনলেন, 1/5দীনেশ কার্তিকের দুরন্ত ছন্দ ভারতকে বড় রানে পৌঁছতে সাহায্য করে। একেবারে সুযোগ্য ফিনিশারের ভূমিকা পালন করেছেন কার্তিক। সাতে নেমে ১৯ বলে ৪১ করে অপরাজিত থাকেন তিনি। তাঁর হাত ধরেই ভারতের স্কোর পৌঁছয় ৬ উইকেটে ১৯০ রানে।
2/5রোহিত শর্মাও এ দিন নিজের মেজাজে ছিলেন। ওপেন করতে নেমে তাঁর করা ৪৪ বলে ৬৪ রান ভারতের ভিত মজবুত করে। যা ভারতকে আত্মবিশ্বাস জুগিয়েছে।
3/5ভুবনেশ্বর কুমারও (১ উইকেট) দলের ভরসা হয়ে উঠেছেন। সেই সঙ্গে অশ্বিনও (২ উইকেট) দলে ফিরে নজর কাড়েন। তাঁকে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে একটা সময়ে ব্রাত্য করে রাখা হয়েছিল। এখন সুযোগ পেলেই তিনি নিজেকে প্রমাণ করছেন। রবীন্দ্র জাদেজা (১উইকেট) ব্যাট হাতে কিছু করতে না পারলেও, বল হাতে নজর কেড়েছেন। আর রবি বিষ্ণোইও (২ উইকেট) দুরন্ত ছন্দে ছিলেন। তিনিও কিন্তু ভারতের বড় প্রাপ্তি। মোদ্দা কথা, ভারতের বোলিং এখন দলের বড় শক্তি হয়ে উঠেছে।
4/5রোহিত শর্মার নেতৃত্বে পুরো দলই চনমনে। রোহিতের অধিনায়কত্বে ভারত এখন টিম গেম খেলছে। যার ফল তারা হাতেনাতেও পাচ্ছে। ভারতের সাফল্যের বড় কারণই টিম গেম।
5/5আর্শদীপ সিং-এর দুরন্ত ছন্দ নিঃসন্দেহে বড় প্রাপ্তি। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করছেন তিনি। আইএপিএল থেকেই নজর কেড়েছিলেন। আর জাতীয় দলে সুযোগ পেলেই নিজের সেরাটা নিংড়ে দিচ্ছেন। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন।