Ind vs WI: ‘প্রত্যেক ব্যাটসম্যানের একটু ভাগ্যের দরকার হয়;’ কোহলির পাশে দাঁড়ালেন সুনীল গাভাসকর

বিরাটের সমালোচকদের একহাত নিলেন সুনীল গাভাসকর। কোহলির ফর্ম নিয়ে যারা প্রশ্ন তুলছিলেন তাদের প্রশ্নের কড়া জবাব দিলেন কিংবদন্তি ক্রিকেটার। তিনি বললেন একটু ভাগ্য সাথ দিলেই ছবিটা বদলে যাবে। গত এক বছর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির জন্য সময়টা ভালো যায়নি। ক্রিকেটের তিনটি ফর্ম্যাটের অধিনায়কত্বই তিনি হারিয়েছেন। তার ব্যাট থেকেও রান আসছে না। কোহলির ফর্ম নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচেও তাকে লড়াই করতে দেখা গেছে। এরপরেই সমালোচনার ঝড় উঠেছে। এমন অবস্থায় প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা অভিজ্ঞ ক্রিকেটার সুনীল গাভাসকর রক্ষা করলেন বিরাট কোহলিকে। তিনি মনে করেন, এই তারকা ব্যাটসম্যান শীঘ্রই ফর্মে ফিরবেন।

বিরাট কোহলিকে একসময় সচিন তেন্ডুলকরের শততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার প্রতিযোগী হিসাবে বিবেচনা করা হয়েছিল। ২০১৯ সাল থেকে বিরাট কোহলি আর সেঞ্চুরি পাননি। দক্ষিণ আফ্রিকা সফরের পর, কাইরান পোলার্ডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন পর্যন্ত দুটি ম্যাচেই ব্যর্থ হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে, গাভাসকর মনে করেন কোহলির এই মুহূর্তে ভাগ্যটা খারাপ যাচ্ছে। ট্রেন্ডিং স্টোরিজ

দ্বিতীয় ওয়ানডেতে ১৮ রানে আউট হন কোহলি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলারের নিশানায় আসেন তিনি। কোহলির ফর্ম নিয়ে গাভাসকর স্টার স্পোর্টসকে বলেন, ‘ম্যাচে প্রত্যেক ব্যাটসম্যানের একটু ভাগ্যের দরকার হয়। প্রত্যেক ব্যাটসম্যানই চায় বল যেন ব্যাটে না লেগে উইকেটরক্ষকের গ্লাভসে যায়। প্রত্যেক ব্যাটসম্যান চায়, বল তার ব্যাটের কানায় লেগে যেন ফিল্ডারের আগে পড়ে যায় কিমবা ফিল্ডার যেন তার ক্যাচ মিস করে। কিন্তু সেই ভাগ্যটা বিরাটের নেই। ভুলে গেলে চলবে না যে দক্ষিণ আফ্রিকায় বিরাট দুটো হাফ সেঞ্চুরি করেছিলেন।’

বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে বিবাদের খবরও গাভাসকর উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন যে কোহলি মনে করেন যে তিনি রোহিতের অধিনায়কত্বে পারফর্ম করবেন না তা ঘটতে পারে না। তিনি আরও বলেন, ‘অনেক সময় বলা হয় যে একজন খেলোয়াড় আগে অধিনায়ক ছিলেন, নতুন অধিনায়ককে সফল দেখতে চান না। এটা বোকামি কারণ যদি সে রান না করে বা বোলার উইকেট না নেয় তাহলে সে দলের বাইরে থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.