বুধবার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৪৪ রানে জিতে ম্যাচের পাশাপাশি সিরিজ পকেটে পুড়ে ফেলল ভারত।09 Feb 2022, 09:43:54 PM IST
৪৪ রানে ম্য়াচ জিতল ভারত
রবিবারের পর বুধবারও দ্বিতীয় ওডিআই জিতল ভারত। ৪৪ রানে এ দিন ওয়েস্ট ইন্ডিজকে হারায় রোহিত শর্মা ব্রিগেড। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর প্রথম ওডিআই সিরিজে জয় পেলেন রোহিত শর্মা। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ম্যাচ জিতে নিল ভারত। নিঃসন্দেহে রোহিতের জন্য এটি বড় প্রাপ্তি। নতুন পালক যোগ হলে অধিনায়ক রোহিতের মুকুটে।
প্রথম ওডিআই-এ যুজবেন্দ্র চাহাল ৪ উইকেট নিয়ে ভারতকে জিততে সাহায্য করেছিলেন। দ্বিতীয় ওডিআই-এ আবার প্রসিধ কৃষ্ণ ঝড়ে ভেঙে গেল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ৪ উইকেট নেন প্রসিধ। শার্দুল ঠাকুর নিয়েছেন ২ উইকেট। সিরাজ, চাহাল, সুন্দর, হুডারা ১টি করে উইকেট নিয়েছেন। 09 Feb 2022, 09:33:34 PM IST
কেমার রোচকে এলবিডব্লিউ করলেন প্রসিধ কৃষ্ণ
৬ বল খেলে প্রসিধ কৃষ্ণের বলে এলবিডব্লিউ হন কেমার রোচ। দশ নম্বর উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ৪৬তম ওভারে কোনও রান দেননি প্রসিধ। শেষ বলে রোচকে আউট করে ম্যাচ জিতিয়ে দিলেন প্রসিধ কৃষ্ণ। ১৯৩ রানে অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মোট ৪ উইকেট নিলেন প্রসিধ কৃষ্ণ। 09 Feb 2022, 09:27:24 PM IST
ওডেন স্মিথকে ফেরালেন সুন্দর।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই করছিলেন ওডেন স্মিথ। কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না তিনি। ২০ বল খেলে ২৪ রানে আউট হলেন স্মিথ। ওয়াশিংটন সুন্দরের বলে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন স্মিথ। দুরন্ত ক্যাচ ধরেন কোহলি। ৪৫ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৯৩ রান ওয়েস্ট ইন্ডিজের। 09 Feb 2022, 08:59:31 PM IST
৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৭১/৮
আকিলকে আউট করার পরে শার্দুলকে পরপর দু’টি ছক্কা হাঁকান ওডেন স্মিথ। স্মিথ আজ কায়রন পোলার্ডের বদলে খেলছেন। বল হাতে ২ উইকেটও নিয়েছেন। এই মুহূর্তে ৫ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন ওডেন। আলজারি জোসেফ অবশ্য এখনও একটি বলও খেলেননি। ৪০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭১ রান ওয়েস্ট ইন্ডিজের।09 Feb 2022, 08:54:49 PM IST
আকিল হোসেনকে ফেরালেন শার্দুল
৫২ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরলেন আকিল হোসেন। ৭ নম্বরে নেমে লড়াই চালাচ্ছিলেন আকিল। এ দিকে আকিলের উইকেট হারিয়ে চাপ বাড়ল ওয়েস্ট ইন্ডিজের। পরিবর্তে নতুন প্লেয়ার আলজারি জোসেফ নেমেছেন।09 Feb 2022, 08:50:50 PM IST
ফ্যাবিয়ান অ্যালেনকে ফেরালেন সিরাজ
আকিল হোসেন এবং ফ্যাবিয়ান অ্যালেন লড়াই চালাচ্ছিলেন। এই জুটিকে ভাঙাটা খুবই দরকার ছিল। সেই কাজটাই করলেন মহম্মদ সিরাজ। ২২ বলে ১৩ রান করে সিরাজের বলে পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন অ্যালেন। ৩৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান ওয়েস্ট ইন্ডিজের। পরিবর্তে নেমেছেন ওডেন স্মিথ। 09 Feb 2022, 08:40:20 PM IST
১৫০ করে ফেলল ওয়েস্ট ইন্ডিজ
৩৭তম ওভারে ১২ রান নিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে তারা ১৫০ রান করে ফেলল। ৩৭ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান ক্যারিবিয়ানদের। ৪৩ বলে ২৬ রান আকিল হোসেনের। ১৮ বলে ১২ রান ফ্যাবিয়ান অ্যালেনের।09 Feb 2022, 08:35:24 PM IST
৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৩৫/৬
৬ উইকেট হারালেও লড়াই চালাচ্ছেন ফ্যাবিয়ান অ্যালেন এবং আকিল হোসেন। ৩৭ বলে খেলে ১৯ রান করে ফেলেছেন আকিল হোসেন। ১২ বলে ৫ রান করেছেন ফ্যাবিয়ান অ্যালেন। ৩৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান ওয়েস্ট ইন্ডিজের।09 Feb 2022, 08:16:44 PM IST
ব্রুকসকে ফেরালেন হুডা
প্রথম আন্তর্জাতিক উইকেট পেলেন দীপক হুডা। ৬৪ বলে ৪৪ করে লড়াই চালাচ্ছিলেন ব্রুকস। তাঁকে ফেরালেন হুডা। ষষ্ঠ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। পরিবর্তে নামলেন ফ্যাবিয়ান অ্যালেন। ৩১ ওভার শেষে ৬ উইকেটে ১২০ রান ওয়েস্ট ইন্ডিজের। ২৩ বলে ১০ করে ক্রিজে রয়েছেন আকিল হোসেন। ১ বল খেলে এখনও রানের খাতা খোলেননি অ্যালেন। 09 Feb 2022, 08:06:12 PM IST
৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১১৫/৫
৩০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৫ রান। ব্রুকস ক্রিজে লড়াই চালাচ্ছেন। তিনি ৬২ বলে ৪৩ রান করে ফেলেছেন। ২০ বলে ৯ রান আকিল হোসেনের।09 Feb 2022, 07:49:42 PM IST
২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯১/৫
২৫ ওভারে ৯১ রান করলেও ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৫ বলে ২৬ রান করে ব্রুকস এবং ৭ বলে ৩ রান করে আকিল হোসেন ক্রিজে রয়েছেন। 09 Feb 2022, 07:46:56 PM IST
জেসন হোল্ডারকে ফেরালেন শার্দুল
২২তম ওভারের শেষ বলে জেসন হোল্ডারকে ফেরালেন শার্দুল ঠাকুর। দীপক হুডা ক্যাচ ধরেন হোল্ডারের। ১০ বল খেলে মাত্র ২ রান করেছেন হোল্ডার। পরিবর্তে নেমেছেন আকিল হোসেন। ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৬ রান ক্যারিবিয়ানদের। ব্রুকস ৩৩ বলে ১৫ রান করে অপরাজিত রয়েছেন। 09 Feb 2022, 07:22:57 PM IST
নিকোলাস পুরানকে ফেরালেন প্রসিধ কৃষ্ণ
১৩ বলে ৯ রান করে আউট হলেন নিকোলাস পুরান। প্রসিধ কৃষ্ণের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন পুরান। পরিবর্তে নেমেছেন জেসন হোল্ডার। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৬ রান ভারতের। হোল্ডার ২ বল খেললেও রানের খাতা খুলতে বলেননি। ২৯ বলে ৭ রান ব্রুকসের। 09 Feb 2022, 07:06:03 PM IST
শাই হোপকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল
৫৪ বলে ২৭ রান করে আউট হলেন যুজবেন্দ্র চাহাল। ওপেন করতে নেমে সেট হয়ে যাচ্ছিল হোপ। স্বাভাবিক ভাবেই বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। পরিবর্তে ক্রিজে এসেছেন নিকোলাস পুরান। ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫২ রান ওয়েস্ট ইন্ডিজের। 09 Feb 2022, 07:00:24 PM IST
১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫০/২
১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫০ রান ওয়েস্ট ইন্ডিজের। ৪৭ বলে ২৬ রান শাই হোপের। ব্রুকসের সংগ্রহ ২০ বলে ২ রান।09 Feb 2022, 06:37:52 PM IST
ব্র্যাভোকে ফেরালেন প্রসিধ কৃষ্ণ
দশ ওভারের প্রথম বলে ড্যারেন ব্র্যাভোকে ফেরালেন প্রসিধ কৃষ্ণ। ব্র্যান্ডন কিং-কেও আউট করেছেন প্রসিধ কৃষ্ণ। ১৩ বলে ১ রান করে আউট হলেন ব্র্যাভো। যদিও বল ব্যাটের কোণায় লেগে পন্তের তালুবন্দি হলেও আউট দেননি ফিল্ড আম্পায়ার। কিন্তু ডিআরএস নিলে পরিবর্তিত হয় ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত। আউট হন ব্র্যাভো। পরিবর্তে নেমেছেন শামারা ব্রুকস। এই ওভারে কোনও রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৮ রান ক্যারিবিয়ানদের। ক্রিজে রয়েছেন শাই হোপ (৩২ বলে ১৬ রান) এবং শামারা ব্রুকস (৫ বলে ০ রান)। 09 Feb 2022, 06:29:46 PM IST
ব্র্যান্ডন কিং-কে ফেরালেন প্রসিধ কৃষ্ণ
দলের ৩২ রানের মাথায় প্রথম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ২০ বলে ১৮ রান করে ব্র্যান্ডন কিং আউট হলেন। প্রসিধ কৃষ্ণের বলে কিপার পন্তের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্র্যান্ডন কিং। পরিবর্তে ক্রিজে নতুন প্লেয়ার ড্যারেন ব্র্যাভো। ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান ওয়েস্ট ইন্ডিজের। ক্রিজে রয়েছেন শাই হোপ (২৬ বলে ১২ রান) এবং ড্যারেন ব্র্যাভো (২ বলে ১ রান)।09 Feb 2022, 06:13:55 PM IST
৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৫/০
সিরাজের ওভারে মোট ৮ রান হল। এই ওভারে সিরাজকে ছক্কা হাঁকিয়েছেন ব্র্যান্ডন কিং। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান ওয়েস্ট ইন্ডিজের। ব্র্যান্ডন কিং-এর ১৪ বলে ১০ রান এবং শাই হোপের ১৬ বলে ৫ রান।09 Feb 2022, 06:10:12 PM IST
৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭/০
চতুর্থ ওভারে ২ রান হল ওয়েস্ট ইন্ডিজের। ৪ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৭ রান ওয়েস্ট ইন্ডিজের। ১৬ বলে ৫ রান শাই হোপের। ব্র্যান্ডন কিং করেছেন ৮ বলে ২ রান।09 Feb 2022, 06:02:47 PM IST
৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫/০
তৃতীয় ওভারও মেডেন হল। মহম্মদ সিরাজ কোনও রান দেননি। তাই ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের কোন উইকেট না হারিয়ে ৫ রান। ১১ বলে ৪ রান শাই হোপের। ব্র্যান্ডন কিং করেছেন ৭ বলে ১ রান।09 Feb 2022, 05:59:31 PM IST
২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫/০
শার্দুল ঠাকুর দ্বিতীয় ওভারে কোনও রান দেননি। মেডেন নিয়েছেন। তাই ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের কোন উইকেট না হারিয়ে ৫ রান। ১১ বলে ৪ রান শাই হোপের। ব্র্যান্ডন কিং করেছেন ১ বলে ১ রান।09 Feb 2022, 05:53:51 PM IST
১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫/০
প্রথম ওভারে ৫ রান করল ওয়েস্ট ইন্ডিজ। ৫ বলে ৪ রান শাই হোপের। ব্র্যান্ডন কিং করেছেন ১ বলে ১ রান।09 Feb 2022, 05:51:35 PM IST
রান তাড়া করা শুরু ওয়েস্ট ইন্ডিজের
ভারতের ২৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেন করতে নেমেছেন শাই হোপ এবং ব্র্যান্ডন কিং। ভারতের মহম্মদ সিরাজ বল হাতে ওপেন করেছেন।09 Feb 2022, 05:22:57 PM IST
২৩৭ রানে শেষ হল ভারতের ইনিংস
নির্দিষ্ট ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৭ রান করল ভারত। সর্বোচ্চ ৬৪ রান করেছেন সূর্যকুমার যাদব। ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে রান আউট হন কেএল রাহুল। ৪৮ বলে তিনি ৪৯ করেন। তৃতীয় সর্বোচ্চ দীপক হুডার ৪৯ এবং ওয়াশিংটন সুন্দর করেছেন ২৪ রান। বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ওবং ওডেন স্মিথ ২টি করে উইকেট নিয়েছেন।09 Feb 2022, 05:16:15 PM IST
দীপক হুডাকে ফেরালেন জেসন হোল্ডার
জেসন হোল্ডারের বলে ২৫ বলে ২৯ করে আউট হন দীপক হুডা। আকিল হোসেন তাঁর ক্যাচ ধরেন। পরিবর্তে নামলেন প্রসিধ কৃষ্ণ। ৪৯ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান ভারতের। কৃষ্ণ ২ বল খেলে রানের খাতা খোলেননি। ৫ বলে ৪ রান যুজবেন্দ্র চাহালের।09 Feb 2022, 05:09:29 PM IST
সিরাজকে ফেরালেন আলজারি জোসেফ
৫ বলে ৩ করে আউট হলেন মহম্মদ সিরাজ। জোসেফের বলে উইকেটকিপার হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। পরিবর্তে নেমেছেন যুজবেন্দ্র চাহাল। ৪৮ ওভার শেষে ৮ উইকেটে ২২৬ রান ভারতের। ২৪ বলে ২৯ করে ক্রিজে রয়েছেন দীপক হুডা।09 Feb 2022, 04:59:31 PM IST
শার্দুলকে ফেরালেন আলজারি জোসেফ
১৫ বলে ৮ রান করেই সাজঘরে ফিরলেন শার্দুল ঠাকুর। আলজারি জোসেফের বলে বড় শট খেলতে গিয়ে ব্রুকসের হাতে ক্যাচ দেন শার্দুল। পরিবর্তে নেমেছেন শার্দুল ঠাকুর। ৪৬ ওভার শেষে ৭ উইকেটে ২০১২ রান ভারতের।09 Feb 2022, 04:53:01 PM IST
৪৫ ওভারে ভারতের সংগ্রহ ২০৫/৬
৪৫তম ওভারের প্রথম বলেই ফ্যাবিয়ান অ্যালেনকে ৪ মেরে দীপক হুডা ভারতকে ২০০ রানে পৌঁছে দেন। এই ওভারে মোট হল ৯ রান। ৪৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২০৫ রান ভারতের। ক্রিজে রয়েছেন দীপক হুডা (১৭ বলে ১৮ রান) এবং শার্দুল ঠাকুর (১১ বলে ৩ রান)।09 Feb 2022, 04:44:26 PM IST
ওয়াশিংটন সুন্দরকে ফেরালেন আকিল হোসেন
আকিল হোসেনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে সুন্দর ক্যাচ দিলেন বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে থাকা আলজারি জোসেফকে। ৪১ বলে ২৪ রান করেন সুন্দর। ৪২তম ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯২ রান ভারতের। সুন্দরের জায়গায় নেমেছেন শার্দুল ঠাকুর।09 Feb 2022, 04:34:16 PM IST
৪০ ওভার ভারতের সংগ্রহ ১৮৩/৫
৪০ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৫ উইকেটে ১৮৩ রান। ৩৪ বলে ২১ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। তিনি ১টি বাউন্ডারি মেরেছেন। ৪ বলে ৩ রান করেছেন নবাগত দীপক হুডা।09 Feb 2022, 04:26:41 PM IST
সূর্যকুমার যাদব আউট
৩৮.৫ ওভারে ফ্যাবিয়ান অ্যালেনের বলে আলজারি জোসেফের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেও নিজের ইনিংসে আরও বড়সড় রূপ দিতে পারলেন না তিনি। ৫টি বাউন্ডারির সাহায্যে ৮৩ বলে ৬৪ রান করে ক্রিজ ছাড়ে সূর্য। ভারত দলগত ১৭৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীপক হুডা। ৩৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৭৮ রান। ওয়াশিংটন সুন্দর ১৮ রানে ব্যাট করছেন।09 Feb 2022, 04:17:16 PM IST
সূর্যকুমারের অর্ধশতরান
অর্ধশতরান করে ফেললেন সূর্যকুমার যাদব। ৭০ বলে ৫০ করলেন তিনি। ৩৬ ওভার শেষে ৪ উইকেটে ১৬১ রান ভারতের। ৭১ বলে ৫১ রান করে ক্রিজে সূর্যকুমার। সুন্দরের সংগ্রহ ২৬ বলে ১৫ রান। 09 Feb 2022, 04:13:45 PM IST
৩৫ ওভারে ভারতের সংগ্রহ ১৫৭/৪
শেষ পাঁচ ওভারে হল মাত্র ১৮ রান। যেখানে ২৫-৩০ ওভারে হয়েছিল ৪৮ রান। রাহুল আউট হওয়ার পরেই রানের গতি কমে গিয়েছে। ৩৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান। সূর্যকুমার যাদব করেছেন ৬৯ বলে ৪৯ রান। এবং ২২ বলে ১৩ রান ওয়াশিংটন সুন্দরের।09 Feb 2022, 04:10:26 PM IST
১৫০ পার করল ভারত
৩৩ ওভার শেষে ভারত ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে ফেলেছে। তবে রাহুল আউট হওয়ার রানের গতি আবার ধীর হয়ে গিয়েছে। এই ওভারের প্রথম বলেই ১৫০ করে ভারত। ৬৬ বলে ৪৭ রান করেছেন সূর্যকুমার যাদব এবং ওয়াশিংটন সুন্দরের সংগ্রহ ১৩ বলে ১২ রান।09 Feb 2022, 03:56:43 PM IST
৩০ ওভারে ভারতের সংগ্রহ ১৩৯/৪
শেষ ৫ ওভারে ভারত ৪৮ রান করে। আর ১ উইকেট পড়েছে। ৩০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান ভারতের। কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব সেট হয়ে গিয়েছিল। কিন্তু রাহুল রাআউট হওয়ায় চাপ বাড়ল ভারতের। এ দিকে রাহুলের বদলে নেমেছেন ওয়াশিংটন সুন্দর। তিনি নেমেই ৪ মেরে রানের খাতা খোলেন। ২ বলে ৫ রান সুন্দরের। ৫৯ বলে ৪০ রান সূর্যকুমারের। 09 Feb 2022, 03:52:36 PM IST
রান আউট হলেন রাহুল
সূর্যকুমার যাদব এবং কেএল রাহুলের মধ্যে বোঝাপড়ার অভাবেই রান আউট হতে হল কেএল রাহুলকে। ২৯.৪ ওভারে কেমার রোচের বলে দ্বিতীয় রান নেওয়ার সময়ে আউট হন রাহুল। দ্বিতীয় রান নেওয়ার সময়ে যখন রাহুল ফিরছিলেন, সেই সময়ে মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি। যার ফলে রান ৪৮ বলে ৪৯ করে আউট হয়ে যান রাহুল। হাত যখন সেট হয়ে গিয়েছিল, তখনই দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হন রাহুল। মাত্র ১ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি।09 Feb 2022, 03:35:35 PM IST
১০০ পার করল ভারত
২৬তম ওভারের শেষ ২ বলে পরপর দু’টি চার মারেন কেএল রাহুল। আর এই দু’টি চারের হাত ধরে ভারত ১০০ রানের গণ্ডি টপকাল। ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান ভারতের। ৩৯ বলে ৩২ রান করে ক্রিজে রয়েছেন কেএল রাহুল। আর ৪৬ বলে ২৪ রান করে ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব।09 Feb 2022, 03:28:04 PM IST
২৫ ওভারে ভারতের সংগ্রহ ৯১/৩
২৫ ওভার শেষ। ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯১ রান। রানরেট মাত্র ৩.৬৪। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (৩৫ বলে ২৩ রান) এবং সূর্যকুমার যাদব (৪৪ বলে ২৩ রান)।09 Feb 2022, 03:06:45 PM IST
২০ ওভারে ভারতের সংগ্রহ ৬৮/৩
এই ওভারে ৫ রান হল ভারতের। ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান। ২৩ বলে ৭ রান করে ক্রিজে রয়েছেন কেএল রাহুল। আর সূর্যকুমার যাদবের সংগ্রহ ২৬ বলে ১৭ রান।09 Feb 2022, 02:59:59 PM IST
ক্যাচ মিস রাহুলের
১৮তম ওভারের শেষ বলে কেএল রাহুল ক্যাচ মিস করে ওয়েস্ট ইন্ডিজ। কেমার রোচের বলে উইকেটকিপার হোপ সেই সহজ ক্যাচ মিস করেন। জীবন দান পান কেএল রাহুল। তবে রাহুল কিন্তু এখনও নড়বড় করছে। ২০ বল খেলে মাত্র ৪ রান করেছেন। এ দিকে ১৭ বলে ১৫ রান করে ফেলেছেন সূর্যকুমার যাদব। ১৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান ভারতের।09 Feb 2022, 02:49:35 PM IST
৫০ পার করল ভারত
৩ উইকেট হারানো পরেও ১৫.৪ ওভারে সূর্যকুমার চার মেরে ভারতের ৫০ রান পূরণ করল। ১৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫১। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (১৪ বলে ২ রান) এবং সূর্যকুমার যাদব (১০ বলে ৬ রান)।09 Feb 2022, 02:42:05 PM IST
১৫ ওভারে ভারতের সংগ্রহ ৪৭/৩
১৫ ওভারে ভারত মাত্র ৪৭ রান করেছেন। ৫০-ও পার করতে পারেনি তারা। এর মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে। স্বাভাবিক ভাবে মারাত্মক চাপে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন কেএল রাহুল (১৪ বলে ২ রান) এবং সূর্যকুমার যাদব (৪ বলে ২ রান)।09 Feb 2022, 02:30:30 PM IST
১২তম ওভারের শেষ বলে কোহলিকে ফেরালেন স্মিথ
ওভারের প্রথম বলে আউট করেছিলেন পন্তকে। আর শেষ বলে সাজঘরে ফেরালেন কোহলিকে। ৩০ বলে ১৮ রান করে হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন কোহলি। একই ওভারে পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত। পরিবর্তে নেমেছেন সূর্যকুমার যাদব। ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪৩ রান।09 Feb 2022, 02:26:21 PM IST
১১.১ ওভারে পন্তকে আউট করলেন স্মিথ
কেএল রাহুল ওপেন করতে নেমে দক্ষিণ আফ্রিকায় সাফল্য পাননি। তাই তাঁর বদলে পন্তকে আজ ওপেন করানো হয়েছিল। কিন্তু ওপেন করতে নেমে ব্যর্থ হলেন ভারতীয় উইকেটরক্ষক। ওডেব স্মিথের বলে ৩৪ বলে ১৮ করে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন পন্ত। পরিবর্তে নামলেন কেএল রাহুল।09 Feb 2022, 02:17:34 PM IST
১০ ওভারে ভারতের সংগ্রহ ৩৭/১
১০ ওভারে ভারত মাত্র ৩৭ রান করেছেন। রানরেট ৩.৭০। এর মাঝে ১ উইকেট তারা হারিয়ে বসে রয়েছে। ২০ বলে ১৩ রান কোহলির আর ৩২ বলে ১৭ রান পন্তের। 09 Feb 2022, 01:57:05 PM IST
৫ ওভারে ভারতের সংগ্রহ ১৬/১
৫ ওভার শেষ। ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ মাত্র ১৬ রান। রানরেট খুবই কম। বর্তমানে ভারতের রানরেট ৩.২০। ৯ বলে ৫ রান কোহলির। ১৩ বলে ৪ রান পন্তের।09 Feb 2022, 01:52:22 PM IST
৪ ওভারে ভারতের সংগ্রহ ১১/১
আগের ওভারের শেষ বলে রোহিত আউট হওয়ায় চাপে পড়ে গিয়েছে ভারত। ৪ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১১ রান ভারতের। ১২ বলে ৪ করে ক্রিজে রয়েছেন পন্ত। এবং কোহলি ৪ বলে খেলে অপরাজিত ১ করেছেন।09 Feb 2022, 01:48:07 PM IST
তৃতীয় ওভারের শেষ বলে রোহিতকে ফেরালেন রোচ
প্রথমে ব্যাট করতে নেমেই বড় ধাক্কা খেল ভারত। তৃতীয় ওভারের শেষ বলে আউট হলেন রোহিত। কেমার রোচের এই ওভারে ৮ বলে ৫ রান করে কিপার শাই হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক। পরিবর্তে নামলেন বিরাট কোহলি। ৩ ওভার শেষে ১ উইকেটে ৯ রান ভারতের।\09 Feb 2022, 01:41:30 PM IST
২ ওভারে ভারতের সংগ্রহ ৭/০
দ্বিতীয় ওভারে যোগ হল মাত্র ২ রান। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭ রান ভারতের। ৭ বলে ৫ রান রোহিতের। ৫ বলে ২ রান পন্তের।09 Feb 2022, 01:36:57 PM IST
১ ওভারে ভারতের সংগ্রহ ৫/০
প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫ রান করল ভার। ৫ বলে ৪ রান করেছেন রোহিত শর্মা। ১ বলে ১ রান করেছেন ঋষভ পন্ত।09 Feb 2022, 01:34:37 PM IST
খেলা শুরু
ভারতের হয়ে ওপেন করলেন রোহিত এবং পন্ত। বোলিং-এ ওপেন করলেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।09 Feb 2022, 01:32:34 PM IST
রোহিতের সঙ্গে ওপেন করলেন পন্ত
ওপেনার হিসেবে কেএল রাহুল ব্যর্থ হওয়ায় আজ রোহিতের সঙ্গে তাঁকে ওপেন করতে পাঠানো হয়নি। ওপেন করলেন পন্ত। আর রাহুল খেলবেন মিডল অর্ডারে।09 Feb 2022, 01:28:43 PM IST
ভারতের শেষ মুহূর্তের প্রস্তুতি।
09 Feb 2022, 01:22:30 PM IST
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
শাই হোপ, ব্র্যান্ডন কিং, ড্যারেন ব্র্যাভো, শামারা ব্রুকস, নিকোলাস পুরাণ (অধিনায়ক), জেসন হোল্ডার, ওডেন স্মিথ, ফ্যাবিয়ান অ্যালেন, আকিল হোসেন, আলজারি জোসেফ, কেমার রোচ।
চোটের কারণে নেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। তাঁর বদলে দলে ঢুকেছেন ওডেন স্মিথ। বাকি দল অপরিবর্তিত। 09 Feb 2022, 01:21:06 PM IST
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণ।
কেএল রাহুল দলে ফেরায় বাদ পড়তে হয়েছে ইশান কিষাণকে। ভারতের বাকি দল অপরিবর্তিত।09 Feb 2022, 01:18:41 PM IST
টসে জিতল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ওডিআই-এ ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিল। আর সেই ম্যাচ ভারত জিতে গিয়েছিল। আর দ্বিতীয় ওডিআই-এ ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাট করতে পাঠিয়েছে ভারতকে। ম্যাচের ফল কী হবে আজ?09 Feb 2022, 01:15:47 PM IST
আগের ম্যাচের ফল
আগের ম্যাচে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। আর ভারতীয় বোলারদের দাপটে ১৭৬ রানে অল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৩২ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় রোহিতের ভারত। দুরন্ত বোলিং করে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন যুজবেন্দ্র চাহাল।