IND vs WI 2nd T20: কাজে এল না পুরান, পাওয়েলের ৫০, সিরিজ জিতল টিম ইন্ডিয়া


ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আট রানে ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করল টিম ইন্ডিয়া। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। বিরাট কোহলি ও ঋষভ পন্তের ৫০ ভর করে ভারত ১৮৬-৫ করে। উইন্ডিজের হয়ে তিন উইকেট নেন রোস্টন চেজ। জবাবে রোভম্যান পাওয়েল ৬৮ ও নিকোলাস পুরান ৬২ রান করেন। তবে নির্ধারিত ২০ ওভারে ১৭৮-৩ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।18 Feb 2022, 11:27:10 PM IST

১০০টি ম্যাচ জিতল ভারত

পাকিস্তানের পর মাত্র দ্বিতীয় দল হিসাবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জিতল ভারত।18 Feb 2022, 11:26:00 PM IST

ম্যাচ জয়ের মুহূর্ত

18 Feb 2022, 11:25:16 PM IST

ম্যাচ সেরা পন্ত

মুশকিল পরিস্থিতিতে ব্যাটে নেমে দুর্দান্ত অর্ধশতরানের দৌলতে ম্যাচ সেরা হলেন ঋষভ পন্ত।18 Feb 2022, 10:49:26 PM IST

ম্যাচ জিতল ভারত

শেষ ওভারে রোভম্যান পাওয়েলের দুই ছক্কাও ম্যাচ জেতাতে পারল না ওয়েস্ট ইন্ডিজকে। হার্ষাল প্যাটেল ১৬ রান দিলেও, আট রানে ম্যাচ ও সিরিজ জিতল ভারতীয় দল। পাওয়েল ৬৮ রানের (৩৬ বলে) দুর্ধর্ষ ইনিংস খেলে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটের বিনিময়ে ১৭৮ রানেই থেমে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।18 Feb 2022, 10:39:55 PM IST

পুরান আউট

দুর্দান্ত ব্যাটিং নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়ালের। ব্যক্তিগত ৫০ রানের পাশাপাশি ১০০ রানের পার্টনারশিপও করেন দুইজনে। তবে তারপরেই ৬২ রানে (৪১ বলে) আউট হলেন পুরান। ইনিংসের শুরুর দিকে তাঁর ক্যাচ মিস করলেও, এইবার বিষ্ণোই পুরানের ক্যাচ ধরতে কোনো ভুল করেননি। এই ওভারে মাত্র চার রান দেন ভুবি। শেষ ৬ বলে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য ২৫ রান দরকার।18 Feb 2022, 10:33:57 PM IST

অর্ধশতরান পূরণ করলেন পাওয়েল

পুরানের পর নিজের ৫০ রান পূর্ণ করলেন রোভম্যান পাওয়েলও। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫৮-২। জয়ের জন্য বাকি ২৯ রান।18 Feb 2022, 10:29:49 PM IST

নাগাড়ে দ্বিতীয় অর্ধশতরান পুরানের

গত ম্যাচের মতো এই ম্যাচেও দুর্ধর্ষ ব্যাটিং করছেন নিকোলাস পুরান। দীপক চাহারের বলে ছক্কা হাঁকিয়ে ৫০ করলেন তিনি। ১৫০-র গণ্ডিও পার করল উইন্ডিজ। ১৭ ওভার শেষে স্কোর ১৫০-২। তিন ওভারে জয়ের জন্য দরকার ৩৭ রান। পুরান ৫৬ রানে (৩৫ বলে) ব্যাট করছেন। ৫০-র দোরগোড়ায় পাওয়েলও। তিনি খেলছেন ৪৯ রানে (২৭ বলে)।18 Feb 2022, 10:24:21 PM IST

ভুবির ক্যাচ মিস, ক্ষেপে গেলেন রোহিত

১৬ নম্বর ওভারের পঞ্চম বলে রোভম্যান পাওয়েলকে আউট করার বড় সুযোগ পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু নিজের বলেই ক্যাচ ছাড়েন তিনি। পাশেই দাঁড়ানো অধিনায়ক রোহিত বেশ ক্ষেপে গিয়েছেন। বলে লাথিও মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান স্কোর ১৩৪-২। চার ওভারে দরকার ৫৩ রান।18 Feb 2022, 10:18:30 PM IST

শেষ পাঁচ ওভারে চাই ৬৩

১৫ নম্বর ওভারে উঠল ১১ রান। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান স্কোর ১২৪-২। পুরান ব্যাট করছেন ৪৭ রানে (৩১ বলে), পাওয়েলের স্কোর ৩৩ (১৯ বলে)। জয়ের জন্য শেষ পাঁচ ওভারে চাই ৬৩ রান।18 Feb 2022, 10:13:12 PM IST

১৪ নম্বর ওভারে উঠল ১০ রান 

হার্ষালের প্যাটেলের বিরুদ্ধে ইনিংসের ১৪ নম্বর ওভারে ১০ রান করল উইন্ডিজ। উইন্ডিজের বর্তমান স্কোর ১১৩-২। জয়ের জন্য শেষ ছয় ওভারে ৭৪ রান দরকার।18 Feb 2022, 10:06:44 PM IST

১০০-র গণ্ডি টপকাল ওয়েস্ট ইন্ডিজ

১৩ নম্বর ওভারে ১০০-র গণ্ডি টপকাল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৪ ওভারে উইন্ডিজ ৪৩ রান করেছেন। তাদের বর্তমান স্কোর ১০৩-২। সাত ওভারে জয়ের জন্য পুরানদের দরকার ৮৪ রান। 18 Feb 2022, 10:01:05 PM IST

১২ রান দিলেন চাহার

১২ নম্বর ওভারে ১২ রান দিলেন দীপক চাহার। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯১-২। পুরান ব্যাট করছেন ৩৮ রানে (২৪ বলে), পাওয়েলের সংগ্রহ ১৩ (৮ বলে)।18 Feb 2022, 09:54:35 PM IST

১১ নম্বর ওভারে উঠল ৬

ম্যাচে নিজের দ্বিতীয় ওভারে মাত্র ছয় রান দিলেন বিষ্ণোই। ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৯-২।18 Feb 2022, 09:49:14 PM IST

ক্যাচ হাতছাড়া

গত ওভারেই উইকেট নিলেও, ১০ ওভারের প্রথম বলেই পুরানের ক্যাচ ছাড়েন বিষ্ণোই। সুযোগ পেয়ে পুরানও লম্বা ছক্কা হাঁকিয়ে রোহিতদের বিরক্তি আরও বাড়ান। চাহালের শেষ ওভারে উঠল ১৩ রান। তিনি চার ওভারে ৩১ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করলেন। ইনিংসের মাঝপথে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৩-২। বাকি ১০ ওভারে পুরানদের জয়ের জন্য আরও ১১৪ রান দরকার।18 Feb 2022, 09:41:27 PM IST

প্রথম ওভারেই উইকেট পেলেন বিষ্ণোই

গত ম্যাচে নিজের অভিষেকেই ম্যাচ সেরা হয়েছিলেন রবি বিষ্ণোই। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও সাফল্যের ধারা অব্যাহত। বল করতে এসে নিজের প্রথম ওভারেই ব্রেন্ডন কিংকে ২২ রানে (৩০ বলে) সাজঘরে ফেরালেন বিষ্ণোই। ৯ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬০। ক্রিজে নতুন ব্যাটার রোভম্যান পাওয়েল।18 Feb 2022, 09:37:31 PM IST

দুর্দান্ত ওভার চাহালের

অষ্টম ওভারে মাত্র পাঁচ রান দিলেন যুজবেন্দ্র চাহাল। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৯-১।18 Feb 2022, 09:32:19 PM IST

আগ্রাসী পুরান

সপ্তম ওভারের প্রথম দুই বলেই হার্ষাল প্যাটেলের বিরুদ্ধে ছয় ও চার হাঁকান পুরান। ৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫৪-১। পুরান ব্যাট করছেন ১৮ রানে (৮ বলে), কিং ব্যাট করছেন ২০ রানে (২৪ বলে)।18 Feb 2022, 09:27:31 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন

পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম সফলতা পেল ভারত। চাহালের বলে ৯ রানে (১০ বলে) আউট হলেন কাইল মেয়ার্স। অবশ্য পন্ত, বেঙ্কটেশের মতো নতুন ব্যাটার নিকোলাস পুরানও চার মেরে নিজের ইনিংস শুরু করেন। ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪১-১। ওভারের শেষ বলে ব্রেন্ডন কিংকে আম্পায়ার আউট দিলেও রিভিউতে সেই সিদ্ধান্ত বদলে ফেলতে হয়।18 Feb 2022, 09:18:52 PM IST

ক্যাচ মিস!!! পঞ্চম ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৪/০

৪.৩ ওভারে দীপক চাহারের বলে ক্যাচ তুলেছিলেন ব্র্যান্ডন কিং। কিন্তু বল উপরে উঠলেও বেঙ্কটেশ আইয়ার বলকে ফলো করেছিলেন। কিন্তু অনেক উপরে থাকার জন্য বল ক্যারি করতে পারেননি আইয়ার। 18 Feb 2022, 09:11:06 PM IST

পাওয়ার প্লেতে যুজবেন্দ্র চাহাল!

ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসেছেন যুজবেন্দ্র চাহাল। দীপক চাহারের জায়গায় চাহালকে বল দিলেন রোহিত। দেখা যাক চাহাল কী করেন। 18 Feb 2022, 09:09:53 PM IST

ওয়েস্ট ইন্ডিজ ২২/০

তিন ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে। পাওয়ার প্লে কতটা কাজে লাগাতে পারে দুই দল সেটাই দেখার। তবে ভারতের দরকার উইকেট। 18 Feb 2022, 09:05:32 PM IST

দ্বিতীয় ওভারে উঠল ৬ রান

দীপক চাহারের ওভারের শেষ বলে ব্র্যান্ডন কিং চার মারলেন। দারুণ বল করলেও শেষ বলে চার হজম করায় মোট ৬ রান দিলেন দীপক চাহার। দলের রান ২ ওভারের শেষে ১৪ রান। 18 Feb 2022, 08:59:55 PM IST

দ্বিতীয় ওভারে এলেন দীপক চাহার

ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের লক্ষ্যে রয়েছেন দীপক চাহার। দেখা যাক দীপক সফল হন কিনা।18 Feb 2022, 08:58:23 PM IST

শুরু করলেন ভুবনেশ্বর কুমার

ভারতীয় বোলিং-এর ইনিংস শুরু করলেন ভুবনেশ্বর কুমার। ক্যারেবিয়ানদের হয়ে ব্যাটিং-এর ওপেন করলেন ব্র্যান্ডন কিং ও কেইল মায়ের্স। প্রথম ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলল ৮ রান।18 Feb 2022, 08:43:49 PM IST

অর্ধশতরান পন্তের

ইনিংসের শেষ ওভারে রোমারিও শেফার্ড মাত্র সাত রান দিলেন। ভারতের ইনিংস শেষ হল পাঁচ উইকেটের বিনিময়ে ১৮৬ রানে। পন্ত ২৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। হার্ষাল প্যাটেল এক বলে এক রান করেন।18 Feb 2022, 08:40:16 PM IST

 বেঙ্কটেশ আইয়ার

২০ নম্বরের ওভারের তৃতীয় বলে বেঙ্কটেশ আইয়ার ১৮ বলে ৩৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। পন্তের সঙ্গে মিলে পঞ্চম উইকেটে ৭৬ রান যোগ করেন আইয়ার।18 Feb 2022, 08:37:10 PM IST

১৯তম ওভারে উঠল ১৫

জেসন হোল্ডারের ১৯তম ওভারে উঠল ১৫ রান। ভারতের বর্তমান ১৭৯-৪। ২০০-র গণ্ডি টপকাতে পারবে টিম ইন্ডিয়া?18 Feb 2022, 08:30:29 PM IST

পন্ত-আইয়ারের ৫০ রানের পার্টনারশিপ

পঞ্চম উইকেটে ২৩ বলে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করেন পন্ত-আইয়ার। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১৬৪-৪। পন্ত ব্যাট করছেন ৩৭ রানে (২১ বলে), বেঙ্কটেশ আইয়ারের সংগ্রহ ৩০ রান (১৪ বল)।18 Feb 2022, 08:26:19 PM IST

১৫০-র গণ্ডি টপকাল ভারত

১৭ ওভারে ১৫০-র গণ্ডি টপকাল ভারতীয় দল। ভারতের বর্তমান স্কোর ১৫২-৪।18 Feb 2022, 08:20:40 PM IST

বড় শট মারা শুরু

ভারতের হয়ে রানের গতি বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন পন্ত ও বেঙ্কটেশ আইয়ার। ১৬তম ওভারে উঠল ১৫ রান। ভারতের স্কোর ১৩৯-৪।18 Feb 2022, 08:17:08 PM IST

১৫ ওভারে ভারতের স্কোর ১২৪

১৫তম ওভারের শেষ দুই বলে দু’টি চার মারলেন পন্ত। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১২৪-৪। পন্ত খেলছেন ২৬ রানে (১৪ বলে), বেঙ্কটেশের সংগ্রহ ৫ রান (৩ বলে)।18 Feb 2022, 08:12:00 PM IST

বিশ্বরেকর্ড হাতছাড়া কোহলির

রোস্টন চেজের বিরুদ্ধে ওভারের দ্বিতীয় বলে কোহলির ক্যাচ মিস করেন জেসন হোল্ডার। বল বাউন্ডারি পার করে ছক্কা হয়। উইন্ডিজের বিরুদ্ধে অর্ধশতরানও পূর্ণ করে ফেলেন তিনি। তবে দুই বল পরেই, বিশ্বরেকর্ডের চার রান আগেই বোল্ড হলেন কোহলি। ক্রিজে নতুন ব্যাটার বেঙ্কটেশ আইয়ার অবশ্য চার মেরে নিজের ইনিংস শুরু করেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১১০-২। চেজ নির্ধারিত চার ওভারে ২৫ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করলেন।  18 Feb 2022, 08:06:55 PM IST

৫০-র দোরগোড়ায় কোহলি

১৩ ওভার শেষে ভারতের স্কোর ৯৮-৩। ৪৬ রানে (৩৮ বলে) ব্যাট করছেন বিরাট কোহলি, পন্তের সংগ্রহ ১৩ রান (৮ বলে)।18 Feb 2022, 08:02:02 PM IST

দুরন্ত চেজ

রোস্টন চেজের বিরুদ্ধে একেবারেই বড় শট খেলতে পারছেন না ভারতীয় ব্যাটাররা। নিজের তৃতীয় ওভারে মাত্র তিন রান দিলেন চেজ। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৮৮-৩।18 Feb 2022, 07:58:45 PM IST

ভাল ছন্দে পন্ত

বেশ ভাল ছন্দে দেখাচ্ছে ঋষভ পন্তকে। ১১ নম্বর ওভারে উঠলল ৯ রান। ভারতের স্কোর ৮৫-৩।18 Feb 2022, 07:52:43 PM IST

সূর্যকুমার আউট

প্রথম ওভারে রোহিতকে আউট করার পর, নিজের দ্বিতীয় ওভারে সূর্যকুমার যাদবকেও ৮ রানে (৬ বলে) ফেরালেন রোস্টন চেজ। ইনিংসের মাঝপথে ভারতে স্কোর ৭৬-৩। ক্রিজে নতুন ব্যাটার ঋষভ পন্ত প্রথম বলেই চার মেরে নিজের ইনিংস শুরু করেন।18 Feb 2022, 07:47:05 PM IST

নবম ওভারে উঠল ৯

আকিল হোসেন ম্যাচে নিজের শেষ ওভারে ৯ রান দিলেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ৬৯-২।18 Feb 2022, 07:42:32 PM IST

রোহিত আউট

নাগাড়ে দ্বিতীয় ম্যাচে রোহিতকে সাজঘরে ফেরালেন রোস্টন চেজ। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৬০-২। ক্রিজে নতুন ব্যাটার সূর্যকুমার যাদব। বিরাট কোহলি খেলছেন ৩২ বলে (২২ বলে)।18 Feb 2022, 07:37:59 PM IST

৫০-র গণ্ডি টপকাল ভারত

ইনিংসের সপ্তম ওভারে ৫০-র গণ্ডি টপকাল টিম ইন্ডিয়া। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫৬-১।  রোহিত ব্যাট করছেন ১৮ রানে (১৬ বলে), কোহলির সংগ্রহ ২৯ বলে (১৮ বলে)।18 Feb 2022, 07:32:53 PM IST

পাওয়ার প্লে উঠল ৪৯

গত ওভারে ১১ রানের পর, ষষ্ঠ ওভারে রোমারিও শেফার্ডের বিরুদ্ধে উঠল ১৫ রান। ছয় ওভারের পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৪৯-১।18 Feb 2022, 07:27:58 PM IST

৫ ওভারে ভারতের স্কোর ৩৪-১

জেসন হোল্ডারের প্রথম ওভার থেকে উঠল ১১ রান। পাঁচ ওভার শেষে ভারতের স্কোর ৩৪-১।18 Feb 2022, 07:23:17 PM IST

দুর্দান্ত বোলিং কটরেলের

তিন ওভার শেষে ভারতের স্কোর ২৩-১। রোহিত খেলছেন ৬ রানে (১০ বলে), বিরাটের সংগ্রহ ৮ রান (৬ বলে)। ওভারের দ্বিতীয় বলে রোহিতের ক্যাচ মিস করেন ব্রেন্ডন কিং। তবে আরও একটি দুর্দান্ত ওভার বল করলেন কটরেল। প্রথম ওভার মেডেনের পর এই ওভারে খরচ করলেন মাত্র ৫ রান।18 Feb 2022, 07:17:54 PM IST

দুই চার মারলেন বিরাট

তৃতীয় ওভারে আকিল হোসেনকে দুইটি চার মারেন বিরাট কোহলি, ওভারে উঠল আট রান। তিন ওভার শেষে ভারতের স্কোর ১৮-১। 18 Feb 2022, 07:13:46 PM IST

ফের ব্যর্থ ইশান

দ্বিতীয় ওভারে পরপর চার বল ডট খাওয়ার পর ফ্লিক করতে গিয়ে মাত্র দুই রানে (১০ বলে) আউট হলেন ইশান কিষাণ। আগের বলেই রিভিউতে নট আউট দেওয়া হয়েছিল তাঁকে। ইশানের এই ইনিংস পুনরায় দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য। দুই ওভার শেষে ভারতের স্কোর ১০-১। ক্রিজে নতুন ব্যাটার বিরাট কোহলি। উইকেট মেডেন নিলেন শেলডন কটরেল।18 Feb 2022, 07:07:12 PM IST

ভাল শুরু ভারতের

প্রথম ওভারে উঠল ১০ রান। এক নয়, আকিল হোসেন ওভারে দু’টি নো বল করলেও ইশান কিষাণ বা রোহিত শর্মা ফ্রি-হিটের লাভ তুলতে ব্যর্থ হন। বাইতেই আসে চার রান।18 Feb 2022, 07:04:03 PM IST

শততম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামলেন পোলার্ড

18 Feb 2022, 06:35:24 PM IST

অপরিবর্তিত ভারতীয় দল

গত ম্যাচের জয়ী দলই এ ম্যাচেও ধরে রাখল টিম ইন্ডিয়া।

ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল।18 Feb 2022, 06:34:30 PM IST

ওয়েস্ট ইন্ডিজ দলে একটি বদল

চোটের জেরে গত ম্যাচ খেলতে পারেননি, তবে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন জেসন হোল্ডার, বাদ পড়লেন ফ্যাবিয়ান অ্যালেন।

ওয়েস্ট ইন্ডিজের দল-

ব্রেন্ডন কিং, কাইল মায়ের্স, নিকোলাস পুরান (উইকেট কিপার), রোভম্যান পাওয়েল, কায়রন পোলার্ড (অধিনায়ক), রোস্টন চেজ, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওডিন স্মিথ, শেলডন কটরেল।18 Feb 2022, 06:32:22 PM IST

টসে জিতলেন পোলার্ড

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড।18 Feb 2022, 06:12:33 PM IST

বিশ্বরেকর্ড গড়ার হাতছানি বিরাট ও রোহিতের

বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের (৩২৯৯ রান) মালিক মার্টিন গাপ্তিল। তবে গাপ্তিলের একেবারে কাছাকাছি রয়েছেন বর্তমান ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক যথাক্রমে রোহিত শর্মা ও বিরাট কোহলি। গাপ্তিলকে টপকে পুনরায় সর্বোচ্চ রানসংগ্রাহক হতে কোহলির আর প্রয়োজন ৫৬ রান। রোহিতকে এই রেকর্ড নিজের নামে করতে হলে করতে হবে ৬৩ রান।18 Feb 2022, 06:04:36 PM IST

দ্বিতীয় ম্যাচে কি সুযোগ পাবেন নতুন KKR অধিনায়ক?

প্রথম ম্যাচে ভারতীয় দলে সুযোগ পাননি নবনিযুক্ত কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার। কারণ হিসাবে অধিনায়ক রোহিত স্পষ্ট জানিয়েছিলেন শুধু ব্যাটার নয়, মিডল অর্ডারে অলরাউন্ডারের খোঁজে ভারতীয় দল। তাই দ্বিতীয় ম্যাচেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। অপরদিকে, প্রথম ম্যাচে হালকা চোট পেয়েছিলেন দীপক চাহার, তাঁর বদলে শার্দুল ঠাকুর দলে এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। বেঙ্কটেশ আইয়ার অবশ্য ফিল্ডিং করার সময় চোট পেলেও, ব্যাটিং করতে নামেন, তাই তাঁর খেলার সম্ভাবনা প্রবল। 18 Feb 2022, 06:00:33 PM IST

প্রথম ম্যাচ জেতে ভারত

গত ম্যাচে মিডল ওভারে রবি বিষ্ণোইয়ের স্পিন জালে বিদ্ধ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৭ রানে দুই উইকেট নিয়ে অভিষেক ম্যাচ সেরাও হয়েছিলেন তিনিই। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিকোলাস পুরানের ৬১ রানের (৪৩ বলে) সুবাদেই ওয়েস্ট ইন্ডিজ কোনোক্রমে ১৫৭ রান তুলেছিল। জবাবে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বিধ্বংসী ৪০ রান (১৯ বলে) করেন। তবে আরেক ওপেনার ইশান কিশানের ফর্ম (৪২ বলে ৩৫ রান) চিন্তা বাড়ায় টিম ইন্ডিয়ার। দিনের শেষে বেঙ্কটেশ আইয়ার এবং সূর্যকুমার যাদব পঞ্চম উইকেটে অপরাজিত ৪৮ রান যোগ করে ম্যাচ জেতান ভারতকে। ওয়েস্ট ইন্ডিজের তরফে রোস্টন চেজ ১৪ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে বেশ ভাল বোলিং করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.