ক্রুণাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ার পর চলতি ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের সার্বিক ছবিটাই বদলে গিয়েছে। আইপিএলের তরুণ তুর্কিদের নিয়ে গড়া নবকলেবরের ভারতীয় দলকে যেখানে সিরিজে ফেবারিট দেখাচ্ছিল, তারাই ১১ জন ক্রিকেটারকে মাঠে নামাতে হিমশিম খাচ্ছে।
আসলে করোনা আক্রান্ত হয়ে ক্রুণাল একাই সিরিজ থেকে ছিটকে যাননি। বরং তাঁর সান্নিধ্যে থাকা আরও ৮ জন ভারতীয় ক্রিকেটারকে সরে যেতে বাধ্য করেছেন স্কোয়াড থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, পাঁচজন নেট বোলারকে মূল স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হলেও ১৬ জন অবশিষ্ট ক্রিকেটারের মধ্যে ব্যাটসম্যান মোটে পাঁচজন। এই অবস্থায় টিম ইন্ডিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে বসায় তিন ম্যাচের টি-২০ সিরিজ আপাতত ১-১ সমতায় দাঁড়িয়ে। তৃতীয় তথা শেষ ম্যাচটি তাই কার্যত ফাইনালের রূপ নিয়েছে।
দেখে নেওয়া যাক ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
ভারত-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ কবে অনুষ্ঠিত হবে: ২৯ জুলাই, ২০২১ (বৃহস্পতিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ: আর প্রেমদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (কলম্বো)।
কখন শুরু ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় শুরু ম্যাচ। টস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: সোনি সিক্স, সোনি সিক্স এইচডি, সোনি টেন-৩, সোনি টেন-৩ এইচডি চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।