শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরুর আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য সূর্যকুমার যাদব, এমনটাই খবর ক্রিকবাজের। এর আগে চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দীপক চাহার। সুতরাং, ব্যাটিং-বোলিং দুই বিভাগের দুই ফর্মে থাকা তারকা শ্রীলঙ্কার বিরুদ্ধে সংক্ষিপ্ত ফর্ম্যাটের সিরিজে মাঠে নামতে পারবেন না।
চাহার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। তাই তাঁর শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল আগে থেকেই। তবে সূর্যকুমারকে লখনউয়ে অনুশীলনের সময় দলের সঙ্গে দেখা যায়। শোনা যাচ্ছে যে, ৩১ বছর বয়সী তারকার হাতে চিড় ধরেছে। তাই আনফিট ঘোষিত হয়েছেন তিনি।ট্রেন্ডিং স্টোরিজ
তবে কখন কীভাবে সূর্যকুমার চোট পেলেন, তা স্পষ্ট নয়। আশঙ্কা করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়ে থাকতে পারেন তিনি। সূর্যকুমার যাদব পোলার্ডদের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। ৩ ম্যাচে ১০৭ রান সংগ্রহ করে তিনি সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও হাতে তোলেন।
জসপ্রীত বুমরাহ স্কোয়াডে ফেরায় ভারতীয় দল চাহারের পরিবর্ত নাও চাইতে পারে। তবে সূর্যকুমার ছিটকে যাওয়ায় তাঁর বদলে নতুন কাউকে জুড়ে দেওয়া হতে পারে টি-২০ স্কোয়াডের সঙ্গে। যদিও চাহার বা সূর্যকুমার, কারও ছিটকে যাওয়া নিয়ে এখনও বোর্ডের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি।