চোট পেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারের তালিকা আরও দীর্ঘ হল। নির্বাচিত স্কোয়াড থেকে প্রথমে দীপক চাহার ও পরে সূর্যকুমার যাদব মাঠের বাইরে চলে গিয়েছেন। দু’জনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ টি-২০ ম্যাচের সময় চোট পেয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হয় রুতুরাজ গায়কোয়াড়ের নাম।
চাহার ও সূর্যকুমারের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট কোনও পরিবর্ত চেয়ে পাঠায়নি। তবে রুতুরাজের পরিবর্ত হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে টি-২০ স্কোয়াডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বলে খবর ক্রিকবাজের। সুতরাং, ব্যাকআপ হিসেবে টেস্ট ওপেনার মায়াঙ্ক থাকছেন টি-২০ স্কোয়াডের সঙ্গে।ট্রেন্ডিং স্টোরিজ
উল্লেখ্য, এর আগে আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের সময় ভারতীয় শিবিরে করোনা হানা দিলে জাতীয় নির্বাচকরা মায়াঙ্ককে ওয়ান ডে স্কোয়াডের সঙ্গেও জুড়ে দিয়েছিলেন। যদিও কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। মায়াঙ্ক জাতীয় দলের হয়ে এখনও কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি। তবে তিনি এর আগে ৫টি ওয়ান ডে খেলে সাকুল্যে ৮৬ রান সংগ্রহ করেছেন। মায়াঙ্ক শেষবার ওয়ান ডে খেলেন ২০২০-র নভেম্বরে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
রুতুরাজের শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামার কথা ছিল। তবে কব্জির চোটের জন্য সুযোগ হাতছাড়া হয় তাঁর।