দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের তৃতীয় দিনে সেঞ্চুরিয়ানের ময়দানে ভারতীয় সমর্থক তথা টিম ম্যানেজমেন্টের উদ্বেগ বাড়িয়ে নিজের ওভারের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন জসপ্রীত বুমরাহ। নিজের ষষ্ঠ ওভার বল করার সময় গোড়ালি মুচকে যাওয়ায় ম্যাচের মাঝেই সাজঘরে ফিরে যান ভারতীয় তারকা বোলার।
ঘটনার কিছুক্ষণ পরে ভারতীয় বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয় বুমরাহ নিজের গোড়ালিতে হালকা চোট পাওয়ায় তিনি মাঠের বাইরে রয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে। বেশ অনেকক্ষণ পর, অবশেষে বুমরাহ মাঠে ফেরেন। দলের তারকা বোলার মাঠে ফেরায় উচ্ছ্বসিত দেখায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। এমনিতেই বোলারদের অধিনায়ক হিসেবে পরিচিত বিরাট। তার ওপর বুমরাহ দলের ফাস্ট বোলিং বিভাগের নেতাও বটে, তাই তাঁর মাঠে ফেরায় কোহলির আনন্দিত হওয়াটা বেশ স্বাভাবিকও বটে। বুমরাহ-কোহলির মধ্যেকার সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।ট্রেন্ডিং স্টোরিজ
বুমরাহের সঙ্গে কোহলিকে তাঁর কাঁধে হাত রেখে বেশি কিছু কথা বলার পাশপাশি করতালি দিয়ে তাঁকে উৎসাহিত করতেও দেখা যায়। অবশ্য তারকার পেসার যেটুকু সময় মাঠের বাইরে ছিলেন, সেই সময় ভারতীয় দল মন্দ বল করেনি। মহম্মদ শামি এবং শার্দুল ঠাকুর নিরন্তর উইকেট নিয়ে প্রোটিয়া দলকে চাপে রেখেছিলেন। প্রথম ইনিংসে শামির পাঁচ উইকেটের সুবাদে মাত্র ১৯৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রসঙ্গত, তৃতীয় দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে এগিয়ে রয়েছে।