ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টি-২০ সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলেও দুর্দান্ত এক রেকর্ড গড়ে ভারত। বেঙ্গালুরুতে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ ভেস্তে যাওয়ায় ৫ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হয়। সেই সুবাদেই ঘরের মাঠে একটানা সব থেকে বেশি টি-২০ সিরিজে অপরাজিত থাকার নজির গড়ে টিম ইন্ডিয়া।
এই নিরিখে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে দেয় ভারত। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ঘরের মাঠে এই নিয়ে টানা ৯টি টি-২০ সিরিজে অপরাজিত থাকে টিম ইন্ডিয়া। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ ১-১ ড্র দিয়ে শুরু হয়েছিল যাত্রা। রেকর্ড সম্পন্ন হয় সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ ২-২ ড্র দিয়ে।
মাঝে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি করে সিরিজ জেতে ভারত। বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারায় ১টি করে সিরিজে। অস্ট্রেলিয়া ২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে ঘরের মাঠে ৮টি টি-২০ সিরিজে অপরাজিত ছিল। ২০০৭ থেকে ২০১০-এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে ৭টি সিরিজে অপরাজিত ছিল।
ঘরের মাঠে ভারতের অপরাজিত থাকা টি-২০ সিরিজ:-
সিরিজ | ম্যাচ সংখ্যা | ভারত জয়ী | প্রতিপক্ষ জয়ী | পরিত্যক্ত | সিরিজের ফল |
---|---|---|---|---|---|
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২০১৯-২০) | ৩ | ১ | ১ | ০ | ১-১ ড্র |
ভারত বনাম বাংলাদেশ (২০১৯-২০) | ৩ | ২ | ১ | ০ | ভারত ২-১ জয়ী |
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১৯-২০) | ৩ | ২ | ১ | ০ | ভারত ২-১ জয়ী |
ভারত বনাম শ্রীলঙ্কা (২০১৯-২০) | ৩ | ২ | ০ | ১ | ভারত ২-০ জয়ী |
ভারত বনাম ইংল্যান্ড (২০২০-২১) | ৫ | ৩ | ২ | ০ | ভারত ৩-২ জয়ী |
ভারত বনাম নিউজিল্যান্ড (২০২১-২২) | ৩ | ৩ | ০ | ০ | ভারত ৩-০ জয়ী |
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০২১-২২) | ৩ | ৩ | ০ | ০ | ভারত ৩-০ জয়ী |
ভারত বনাম শ্রীলঙ্কা (২০২১-২২) | ৩ | ৩ | ০ | ০ | ভারত ৩-০ জয়ী |
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (২০২২) | ৫ | ২ | ২ | ১ | ২-২ ড্র |
ভারত এর আগে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ঘরের মাঠে ৬টি টি-২০ সিরিজে অপরাজিত ছিল। উল্লেখ্য নিজেদের ডেরায় টিম ইন্ডিয়া শেষবার টি-২০ সিরিজ হারে ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়ার কাছে। সেবার অজিরা ২-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারতকে। উল্লেখ্য, সব থেকে বেশি টানা ১২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের যুগ্ম রেকর্ডের সঙ্গেও জড়িয়ে রয়েছে ভারত।