1/8‘কেয়া? উপরে চলে যাও’, অযাচিত ‘দর্শকের’ জন্য আগেই শেষ হল দ্বিতীয় সেশনের খেলা! 2/8ভারত-নিউজিল্যান্ড টেস্টের তৃতীয় দিনে খেলায় বিঘ্ন ঘটল স্পাইডার ক্যামের জন্য। (ছবি সৌজন্য টুইটার) 3/8রবিবার চতুর্থ ওভারের শেষ বলে টম ল্যাথামকে আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে ব্যাট করতে আসেন ড্যারিল মিচেল। তারইমধ্যে মাঠের নীচের দিকে আটকে পড়ে একটি স্পাইডার ক্যাম। কিছুতেই সেটা উপরের দিকে উঠছিল না। (ছবি সৌজন্য টুইটার) 4/8ম্যাচে মধ্যেই সেটা দেখেই কিছুটা মজা করতে থাকেন ভারতীয় ক্রিকেটাররা। (ছবি সৌজন্য টুইটার) 5/8চলে আসেন বিরাট কোহলি। তাঁকে অঙ্গভঙ্গি করতে দেখা যায়। যেন বলছিলেন, ‘কেয়া? উপর দিকে চলে যাও’। (ছবি সৌজন্য টুইটার) 6/8কিন্তু সেই স্পাইডার ক্যাম আর উপরে ওঠেনি। অগত্যা নির্ধারিত সময়ের আগেই চা পানের বিরতির সিদ্ধান্ত নেন আম্পায়াররা। (ছবি সৌজন্য টুইটার) 7/8তারপর ড্রেসিংরুমের পথে হাঁটা লাগান ক্রিকেটাররা। (ছবি সৌজন্য টুইটার) 8/8আপাতত যা খবর, তাতে স্পাইডার ক্যাম ঠিক হয়ে গিয়েছে। সেটিকে সারানো হয়েছে। 2021-12-05