নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হতে চলেছে টেস্ট। ২৫ নভেম্বর থেকে শুরু দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়েছে অজিঙ্কা রাহানের কাঁধে। তবে এই সিদ্ধান্ত নিয়ে একাংশ একেবারেই খুশি নন।
ভারতের টেস্ট দলের সহ-অধিনায়কের ব্যাটিং ফর্ম তথৈবচ। ইংল্যান্ড সফরে চার ম্যাচে মাত্র একটি অর্ধশতরান করলেও তাঁকে নিয়মিত সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। গোটা বছরে রাহানে ১৯ ইনিংসে মাত্র ৩৭২ রান করেছেন। তা সত্ত্বেও নির্বাচকরা তাঁকে দলে রাখায় রুষ্ট কিছু সমর্থক এবং বিশেষজ্ঞরা। তবে সতীর্থ রাহানাকে নিয়ে আশাবাদী কানপুর টেস্টে তাঁর সহ-অধিনায়ক পূজারা। ভারতীয় টেস্ট স্পেশালিস্টের মতে নেটে কঠোর পরিশ্রম করা রাহানে কেবল একটি ভাল ইনিংস খেললেই পুনরায় নিজের হারানো ছন্দ ফিরে পাবেন। ট্রেন্ডিং স্টোরিজ
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে পূজারা বলেন, ‘ও একজন অসাধারণ ক্রিকেটার। অনেক সময়ই ক্রিকেটাররা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় এবং এটা খেলারই একটা অঙ্গ। খেলায় চড়াই, উতরাই তো থাকবেই, তবে আমার মতে ওর মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। ও নিজের খেলা নিয়ে ভীষণ পরিশ্রম করে এবং আমি নিশ্চিত মাত্র একটি ভাল ইনিংসই ওকে আবার আগের ছন্দ ফিরে পেতে সাহায্য করবে। নেটে কিন্তু ও খুব খাটছে এবং ওকে ভাল ছন্দেও দেখাচ্ছে। আশা করছি এই সিরিজে ও বড় রান করতে সক্ষম হবে।’