টেস্ট ক্রিকেটে বড়সড় মাইলস্টোন পার করেছেন। কিন্তু তা নিয়ে ভাবছেন না রবিচন্দ্রন অশ্বিন। বরং ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের টিপস নিয়ে ভারতের তারকা অফস্পিনার জানান, উইকেট বা রান গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল, ক্রিকেট মাঠের স্মৃতি সবথেকে গুরুত্বপূর্ণ।
কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চম দিনে নজির গড়েন অশ্বিন। টম ল্যাথামকে আউট করার পরই টেস্টে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় হরভজন সিংকে টপকে তৃতীয় স্থানে উঠে আসেন। তাঁর সামনে আছেন শুধু কপিল দেব এবং অনিল কুম্বলে। সেই নজিরের প্রসঙ্গে ম্যাচের পর অশ্বিন বলেন, ‘এরকম মাইলস্টোন আসতে থাকবে। কিন্তু রাহুল ভাই বলে যে বিষয়টা রান করা বা উইকেট নেওয়া নয়। বরং কী কী স্মৃতি তৈরি করতে পারলেন, সেটাই হল আসল বিষয়।’