আলো কম সত্ত্বেও খেলা চালিয়ে যাওয়া নিয়ে ড্রেসিংরুম থেকে বিরক্তি প্রকাশ করেছিলেন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।সঙ্গে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে মিমে।
বিরাট ও রোহিতের সেই ছবি পোস্ট করে এক নেটিজেন লিখেছেন, ‘আম্পায়ার্স কল : এটা উইকেট। বিরাট এবং রোহিত : আমরা কীভাবে মানব সেটা?’ অপর এক নেটিজেন লেখেন, ‘এই জুটিকে দুর্দান্ত লাগে। যখনই একটি ফ্রেমে ধরা পড়েন, তখন বিনোদন দিতে ব্যর্থ হন না। প্রতিবার মিমের উপযুক্ত সুযোগ দেন।’ অপর একজন লেখেন, ‘অদৃশ্য তারের মাধ্যমে কাঠপুতুলের নাচ দেখাচ্ছেন রোহিত শর্মা।’
রবিবার ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষের দিকে সাধারণ আলো একেবারে কমে গিয়েছিল। তারইমধ্যে ব্যাট করে যেতে থাকেন ঋষভ পন্ত এবং ইশান্ত শর্মা। শেষবেলায় ভারতকে ধাক্কা দেওয়ার জন্য স্বভাবতই আলো নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি ইংল্যান্ড। কিন্তু পন্ত এবং ইশান্ত কোনও আপত্তি না তোলায় সম্ভবত কিছুটা বিরক্ত হয়ে যান বিরাট এবং রোহিত। ড্রেসিংরুমে বসেই সম্ভবত দুই ভারতীয় ব্যাটসম্যানকে উদ্দেশ করে হাত নাড়তে থাকেন তাঁরা। কম আলো সত্ত্বেও কেন খেলা চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন। স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকাররা বলেন, ‘বিরাট কোহলি বিরক্ত হয়ে পড়ছেন। রোহিত শর্মাও তাঁর সঙ্গে যোগ দেন।’
এমনিতে পঞ্চম দিনের খেলার শুরুর আগে বেশ রুদ্ধশ্বাস মুহূর্তে দাঁড়িয়ে আছে দ্বিতীয় টেস্ট। আপাতত ভারতের স্কোর ছ’উইকেটে ১৮১ রান। ক্রিজে আছেন ঋষভ এবং ইশান্ত। ইংল্যান্ডের থেকে ১৫৪ রানে এগিয়ে ভারত। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোমবার কীভাবে ঋষভরা খেলা শুরু করেন, তার উপর ম্যাচের ভাগ্য অনেকটা নির্ভর করবে।