অবশেষে লর্ডস টেস্টেও চূড়ান্ত একাদশে জায়গা হলনা রবিচন্দ্রন অশ্বিনের। শেষ পর্যন্ত নটিংহ্যাম টেস্টের দলকেই ধরে রাখল বিরাট অ্যান্ড কোম্পানি। শুধুমাত্র পরিবর্তন বলতে চোট পাওয়া শার্দুল ঠাকুরের জায়গায় দলে এলেন ইশান্ত শর্মা। অন্যদিকে দলে তিনটি পর্বিরতন করলেন জো রুট। চোট পাওয়া পেস বোলার স্টুয়ার্ট ব্রডের জায়গায় দলে জায়গা পেয়েছেন মার্ক উড, মইন আলি এসেছেন ডান লরেন্সের জায়গায়। এবং ইংল্যান্ডের মিডিল অর্ডারের ব্যাটিংকে শক্তিশালী করতে হাসিব হামিদ এসেছেন জ্যাক ক্রাউলের জায়গায়।
প্রথম টেস্টের পরে অনেকেই ভেবেছিলেন এ বারে হয়তো দলে জায়গা পাবেন রবিচন্দ্রন অশ্বিন। কারণ একজন স্পিনার, যিনি টেস্টে ৪০০-র বেশি উইকেট পেয়েছেন, তাঁকে বাদ দিয়ে হয়তো লর্ডসের মাঠে নামবেন না বিরাট বাহিনী। কিন্তু সেই ভাবনায় জল ঢাললেন রবি শাস্ত্রী ও বিরাট কোহলিরা। তাঁরা রবীন্দ্র জাদেজাকেই দলের একমাত্র স্পিনার হিসাবে জায়গা দিয়েছেন। ফলে দ্বিতীয় টেস্টেও জায়গা হলনা অশ্বিনের। অন্যদিকে চোট পাওয়া শার্দুল ঠাকুরের জায়গায় ইশান্ত শর্মা দলে প্রবেশ করলে অনেকেই উইকেটের দিকে আঙুল তুলেছেন। লর্ডসের সবুজ উইকেটের জন্যই হয়তো নটিংহ্যামের মতো লর্ডসেও চার পেসারকে নিয়ে মাঠে নামছে ভারত।
অন্যদিকে ব্যাটিং ও বোলিং-এ বেশ কিছু পরিবর্তন করল টিম ইংল্যান্ড। কথা মতোই চোট পাওয়া স্টুয়ার্ট ব্রডের জায়গায় দলে এলেন মার্ক উড। দলে অভিজ্ঞতাকে জায়গা দিতে দলে আনা হল মইন আলিকে। দলে তিনটি পর্বিরতন করলেন জো রুট। লর্ডসের সবুজ উইকেটের কথা মাথায় রেখে অ্যান্ডারসনকে দলে রাখা হয়েছে। এদিকে ব্যাটিং শক্তিকে বাড়াতে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে আনা হয়েছে হাসিব হামিদকে। এ দিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জো রুট।