সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ভারতের পিছনে বৃষ্টি তাড়া করে চলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে নাটিংহ্যাম টেস্টও বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে। যার ফলে ম্যাচ ড্র হয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়েছে। লর্ডস টেস্টের প্রথম দিনই শুরুতেই বৃষ্টি নেমেছিল। যার জন্য টস দেরী করে হয়। খেলাও দেরীতে শুরু হয়। লাঞ্চের আগেও বৃষ্টির জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রথম দিন পুরো ৯০ ওভারই খেলা হয়েছে।
13 Aug 2021, 12:00:37 AM IST
প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৭৬/৩
লর্ডস টেস্টের প্রথম দিনের শুরুর দিকটা যদি রোহিত শর্মার হয়, তার পরে বাকি পুরোটাই লোকেশ রাহুলের। ৮৩ রান করে অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান রোহিত। কিন্তু উইকেট আঁকড়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন রাহুল। তাঁর সংগ্রহ অপরাজিত ১২৭ রান। বিরাট কোহলি আবার ৪২ রানে আউট হয়ে গিয়েছেন। এ দিন ব্যর্থ হয়েছেন একমাত্র পূজারা। মাত্র ৯ রান করে আউট হয়েছেন তিনি। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭৬ রান।
12 Aug 2021, 11:53:35 PM IST
ভারতের ইনিংস ৯০ ওভার: ২৭৬/৩
৯০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ভারত ২৭৬ রান করে ফেলেছেন। কেএল রাহুল ১২৭ রান করে অপরাজিত রয়েছেন। রাহানে সবে ১ রান করেছেন।
12 Aug 2021, 11:31:46 PM IST
কোহলি আউট
দলের ২৬৭ রানের মাথায় আউট হলেন ভারত অধিনায়ক। ৪২ রান করে রবিনসনের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিরাট। বিরাট আউট হওয়ায় পাঁচ নম্বরে নেমেছেন অজিঙ্কা রাহানে। ৮৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের রান ২৬৭। ১১৯ রান রাহুলের। রাহানে এখনও খাতা খোলেননি।
12 Aug 2021, 11:08:35 PM IST
ভারতের ইনিংস ৮০ ওভার: ২৫২/২
১০৬ রান করে ফেলেছেন কেএল রাহুল। বিরাট কোহলিও অর্ধশতরানের দিকে এগোচ্ছেন। তাঁর সংগ্রহ ৪০ রান। ৮০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ২৫২ রান করে ফেলেছেন।
12 Aug 2021, 10:59:55 PM IST
রাহুলের শতরান
যে সেঞ্চুরিটা ট্রেন্ট ব্রিজে ফেলে রেখে এসেছিলেন, সেটাই সুদে-আসলে পুষিয়ে নিলেন লর্ডসে। টেস্টে ছ’নম্বর সেঞ্চুরি করে ফেললেন রাহুল। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করলেন কেএল রাহুল। তাঁকে ওপেনার হিসেবে ভরসা করছিল না ভারতের টিম ম্যানেজমেন্ট। ব্যাট হাতে ক্রিজে নেমে তাদেরই যোগ্য জবাব দিলেন রাহুল। মার্ক উডকে চার মেরে এ দিন নিজের শতরান পূরণ করেন তিনি।
12 Aug 2021, 10:50:08 PM IST
ভারতের ইনিংস ৭৫ ওভার: ২২৯/২
৯৩ রান করে ফেলেছেন রেএল রাহুল। বিরাট কোহলির সংগ্রহ ৩০ রান। ৭৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত করেছে ২২৯ রান।
12 Aug 2021, 10:28:01 PM IST
ভারতের ইনিংস ৭০ ওভার: ২১৭/২
শতরান করতে রাহুলের চাই আর ১২ রান। তাঁর সংগ্রহ ৮৮। বিরাট কোহলি ২৩ রান করে ফেলেছেন। ৭০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের রান ২১৭।
12 Aug 2021, 10:09:14 PM IST
রাহুল-কোহলি জুটিও ৫০ করে ফেলল
12 Aug 2021, 10:04:30 PM IST
ভারতের ইনিংস ৬৫ ওভার: ২০৩/২
৬৫ ওভারে ২০৩ রান করে ফেলল ভারত। কেএল রাহুল ৮৩ রান করে ফেলেছেন। পারবেন কি তিনি সেঞ্চুরি করতে? কোহলি ১৪ রান করে ফেলেছেন।
12 Aug 2021, 09:41:36 PM IST
ভারতের ইনিংস ৬০ ওভার: ১৮৯/২
৭৫ রান করে ফেলেছেন কেএল রাহুল। বিরাট কোহলি এক দিক ধরে রেখেছেন। তাঁর সংগ্রহ ৮ রান। ৬০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান ভারতের।
12 Aug 2021, 09:13:21 PM IST
চা বিরতির পর খেলা শুরু হয়েছে
ক্রিজে রয়েছেন কেএল রাহুল (৫৫) এবং বিরাট কোহলি (০)। প্রথম টেস্টে যে শতরান মাঠে ফেলে এসেছিলেন, সেটা কি লর্ডসে করতে পারবেন?
12 Aug 2021, 08:53:41 PM IST
চা বিরতি
12 Aug 2021, 08:47:09 PM IST
কেএল রাহুলের অর্ধশতরান
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভরসা জুগিয়েছিলেন কেএল রাহুল। দ্বিতীয় টেস্টেও তিনি ভরসা জোগাচ্ছেন। লর্ডসেও অর্ধশতরান করে ফেললেন তিনি। রোহিত শর্মা ৮৩ করে আউট হওয়ার পরে ভারতের স্কোরবোর্ডকে সচল রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন রাহুল। ৫১ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৫৩। রাহুল করেছেন ৫১ রান। পূজারার আউট হওয়ার পর চারে নেমেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি এখনও খাতা খোলেননি।
12 Aug 2021, 08:38:56 PM IST
পূজারা আউট
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেও। এ বার লর্ডস টেস্টের প্রথম ইনিংসে পূজারার সঙ্গী সেই ব্যর্থতাই। রোহিত আউট হওয়ার পর তিনে নেমেছিলেম পূজারা। মাত্র ৯ রান করেই প্যাভিলিয়নে ফিরলেন। ভারতের ২ উইকেটই নিলেন অ্যান্ডারসন। ৫০ ওভারে ২ উইকেটে ১৫০ রান ভারতের।
12 Aug 2021, 08:15:34 PM IST
ভারতের ইনিংস ৪৫ ওভার: ১৩৬/১
রোহিত শর্মা আউট হতেই স্কোরবোর্ডে রান যোগ করার দায়িত্ব কাঁধে নিয়েছেন কেএল রাহুল। ৪৫তম ওভারে ১০ রান নেন তিনি। রাহুলের সংগ্রহ ৪৩ রান। তাঁর সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা। এখনও খাতা খোলেননি পূজারা।
12 Aug 2021, 08:10:59 PM IST
আউট রোহিত
হল না শতরান। ৮৩ রান করেই সাজঘরে ফিরে গেলেন রোহিত শর্মা। অ্যান্ডারসনের বলে বোল্ড আউট হন রোহিত। নেমেছেন চেতেশ্বর পূজারা। ৪৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৬ রান ভারতের।
12 Aug 2021, 07:50:33 PM IST
ভারতের ইনিংস ৪০ ওভার: ১১৪/০
ভারত ৪০ ওভারে করে ফেলল ১১৪ রান। দুরন্ত ছন্দে থাকা রোহিত করেছেন ৮২ রান। রাহুলেরং সংগ্রহ ২২ রান।
12 Aug 2021, 07:23:12 PM IST
ভারতের শতরান
দুরন্ত ছন্দে রোহিত শর্মা। তাঁর ৭৫ রানের উপর ভর করে শতরান করে ফেলল ভারত। ৩৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ১০০। রাহুল একদিক ধরে রেখেছেন। ১৬ রান করে ক্রিজে রয়েছেন।
12 Aug 2021, 07:11:51 PM IST
ভারতের ইনিংস ৩০ ওভার: ৯১/০
ভারতের দুই ওপেনারের উপর ভর করেই ৩০ ওভারে ৯১ রান করে ফেলল ভারত। তার মধ্যে রোহিত একাই ৬৬ রান করে ফেলেছেন। রাহুলের সংগ্রহ ১৬ রান।
12 Aug 2021, 06:52:16 PM IST
রোহিতের অর্ধশতরান
অর্ধশতরান করে ফেললেন রোহিত শর্মা। ২৫ ওভারে ভারতের রান কোনও উইকেট না হারিয়ে ৭১। রোহিত শর্মা ৫০ করে অপারিজত রয়েছেন। লোকেশ রাহুলের সংগ্রহ ১৫ রান।
12 Aug 2021, 06:32:10 PM IST
ভারতের অর্ধশতরান
অনেক আগেই ভারত ৫০ রান পার করে ফেলতে পারত। কিন্তু বৃষ্টির কারণে অবশেষে ৫০ পার করল ভারত। ২১তম ওভারের তিন নম্বর বলে লেগ বাই হয়ে চার রান হয়। সেই সঙ্গে ৫০ রান পূরণ করে ভারত। ক্রিজে রয়েছেন দুই ওপেনার। রোহিত শর্মা ৪০ এবং কেএল রাহুল ১০ করে অপরাজিত রয়েছেন। ২১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের ৫৬ রান।
12 Aug 2021, 05:47:03 PM IST
লাঞ্চ বিরতি
বৃষ্টির জেরে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরে লাঞ্চ বিরতিও ঘোষণা করা হয়েছে। যদি জানা গিয়েছে, বৃষ্টি আপাতত কমেছে।
12 Aug 2021, 05:28:30 PM IST
বন্ধ খেলা
ফের বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে বন্ধ রাখতে হল খেলা। অথচ বৃষ্টির কোনও পূর্বাভাসই ছিল না। বরুণদেব ভারতের পিছন ছাড়ছে না।
12 Aug 2021, 05:04:44 PM IST
ভারতের ইনিংস ১৫ ওভার: ৩৮/০
শেষ ৫ ওভারে ২৭ রান করেছে ভারত। ১৫তম ওভারেই রোহিত শর্মা চারটে চার মেরেছে স্যাম কুরানকে। রোহিতের রান ২৯। রাহুল ৮ রান করে অপরাজিত রয়েছেন।
12 Aug 2021, 04:43:11 PM IST
ভারতের ইনিংস ১০ ওভার: ১১/০
রোহিত শর্মা ৭ রান এবং কেএল রাহুলের সংগ্রহ ৪ রানের হাত ধরে ১০ ওভারে ১১ রান ভারতের। কোনও উইকেট পড়েনি।
12 Aug 2021, 04:21:47 PM IST
ভারতের ইনিংস৫ ওভার: ৬/০
ভারতের দুই ওপেনার সতর্ক ভাবেই শুরু করেছে ধীরে ধীরে তাঁরা রান যোগ করছে স্কোরবোর্ডে। ৫ ওভারে মাত্র ৬ রান ভারতের। রোহিত শর্মা ৫ রান করে অপরাজিত রয়েছেন। আর কেএল রাহুলের সংগ্রহ ১।
12 Aug 2021, 04:05:07 PM IST
খেলা শুরু
ভারতের হয়ে রোহিত শর্মা এবং লোকেশ রাহুল ওপেন করেছেন।
12 Aug 2021, 03:48:40 PM IST
আবার বৃষ্টি শুরু
টস হওয়ার পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। লর্ডস টেস্টেও পিছন ছাড়ল না বরুণদেব!
12 Aug 2021, 03:41:55 PM IST
দুই দলে পরিবর্তন
ভারতের একটি পরিবর্তন রয়েছে। চোটের জন্য শার্দুল খেলতে পাচ্ছেন না, তাঁর জায়গায় খেলছেন ইশান্ত শর্মা।
চোট পেয়ে স্টুয়ার্ড ব্রড ছিটকে যাওয়ায় মার্ক উডের প্রথম একাদশে ঢোকার কথা ছিলই। সে রকমই হয়েছে। এ ছাড়াও ব্যাটিং লাইন আপে আরও দু’টি পরিবর্তন করা হয়েছে। প্রথম টেস্টে জ্যাক ক্রাউলে চূড়ান্ত ফ্লপ। তাঁর জায়গায় হাসিব হামিদকে খেলানো হচ্ছে। আর ডান লরেন্সকে বসিয়ে খেলানো হচ্ছে মইন আলিকে।
12 Aug 2021, 03:38:49 PM IST
ইংল্যান্ডের প্রথম একাদশ
রোরি বার্নস, ডম সিবলে, হাসিব হামিদ, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জোস বাটলার (উইকেটকিপার), মইন আলি, স্যাম কুরান, অলি রবিনসন, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।
12 Aug 2021, 03:35:41 PM IST
ভারতের প্রথম একাদশ
রোহিত শর্মা, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ।
12 Aug 2021, 03:31:31 PM IST
টস জিতল ইংল্যান্ড
টসে জিতে বোলিং নিল ইংল্যান্ড। অর্থাৎ লর্ডসে প্রথমে ব্যাট করবে ভারত।
12 Aug 2021, 03:17:58 PM IST
পিছিয়ে গেল টস
12 Aug 2021, 03:00:53 PM IST
টসের আগেই বৃষ্টি শুরু
লর্ডস নাকি রোদ ঝলমলে থাকার কথা ছিল। কিন্তু টসের আগেই বৃষ্টি নেমে গিয়েছে। পিচ ঢেকে দিতে হয়েছে। টসও বৃষ্টির জন্য পিছিয়ে গিয়েছে।
12 Aug 2021, 02:48:22 PM IST
অ্যান্ডারসন কি খেলবেন?
বাকি দলের সঙ্গে অ্যান্ডারসনকে ওয়ার্ম আপ করতে দেখা গিয়েছে।
12 Aug 2021, 02:31:21 PM IST
ইংল্যান্ডও স্টুয়ার্ড ব্রডকে পাবে না, অ্যান্ডারসন অনিশ্চিত
চোটের জন্য ছিটকে গিয়েছেন স্টুয়ার্ড ব্রড। অ্যান্ডারসনও অনিশ্চিত। দ্বিতীয় টেস্টের আগে ইংল্য়ান্ডও কিন্তু বড় ধাক্কা খেয়েছে।
12 Aug 2021, 02:31:21 PM IST
ঋষভ পন্তের বিশেষ ট্রেনিং
পন্তের কিপিংকে আরও ক্ষুরধার করতে বিশেষ ট্রেনিং-এর ব্যবস্থাও করা হয়েছিল। দলের ফিল্ডিং কোচ আর শ্রীধর এই ব্য়বস্থা করেছিলেন। লর্ডস টেস্টের আগে শ্রীধরের তত্ত্বাবধানে এই বিশেষ ট্রেনিং করতে দেখা গিয়েছে পন্তকে। কেমন এই ট্রেনিং?
সেই ট্রেনিংয়ে দেখা গিয়েছে, ব্যাট করছেন শ্রীধর। পন্ত উইকেটের পিছনে দাঁড়িয়ে। সিলি পয়েন্ট ও ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে রয়েছেন ঋদ্ধি এবং হনুমা। প্রসিধ ঠিক যে মুহূর্তে বল করছেন, সেই সময়ে দু’টো বল দিয়ে নিজেদের মধ্যে ক্যাচ লোফালুফি করতে শুরু করছেন ঋদ্ধি এবং হনুমা। আসলে পন্তের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্যই এমন পদ্ধতিতে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল। যাতে ঋদ্ধিদের বলগুলোকে উপেক্ষা করে প্রসিধের বলের দিকে সজাগ নজর রাখতে পারেন পন্ত। সে কারণেই এমন অভিনব অনুশীলনের ব্যবস্থা করেছিলেন শ্রীধর।
12 Aug 2021, 02:31:22 PM IST
ইশান্ত না অশ্বিন, শার্দুলের পরিবর্ত কে?
প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো নিয়ে তীব্র বিতকর্ক হয়েছিল। দ্বিতীয় টেস্টে ভারতের এই মুহূর্তে সেরা স্পিনারকে দলে রাখা নিয়ে সরব হয়েছেন অনেক বিশেষজ্ঞই। তবে নেটে বল এবং ব্যাট করতে বেশিক্ষণ দেখা গিয়েছে ইশান্ত শর্মাকে। অনেকের দাবি আবার ইশান্তকেই রাখা হবে প্রথম একাদশে। আর একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে রাখা হবে। এখন দেখার, কে প্রথম একাদশে সুযোগ পান?
12 Aug 2021, 02:31:22 PM IST
লর্ডস টেস্টের আগে কী বললেন আর অশ্বিন?
নাটিংহ্যাম টেস্ট বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে। সেই কারণে টিম ইন্ডিয়ার হতাশা রয়েছে। তবে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, লর্ডসে এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
12 Aug 2021, 02:31:22 PM IST
লর্ডস টেস্টের আগে কতটা তৈরি ভারতীয় দল?
জয়ে ফিরতে মুখিয়ে রয়েছে বিরাট কোহলিরা।