স্বস্তির খবর ভারতীয় শিবিরে। টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটারই করোনা পজিটিভ নন। আরটি-পিসিআর টেস্টে ভারতের প্লেয়িং স্কোয়াডের কোনও সদস্যই পজিটিভ চিহ্নিত হননি। এমনটাই খবর ESPNcricinfo-র। সুতরাং, ম্যাঞ্চেস্টার টেস্ট নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হতে বাধা নেই।
শুক্রবার থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হওয়ার কথা ভারত-ইংল্যান্ড চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। তবে বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার জুনিয়র ফিজিও যোগেশ পারমার করোনা পজিটিভ চিহ্নিত হন। ফলে অনিশ্চয়তা তৈরি হয় ম্যাঞ্চেস্টার টেস্ট নিয়ে। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে ওঠে যে, অনুশীলন থেকে ভারতীয় দলকে হোটেলে ফেরত পাঠানো হয়।ট্রেন্ডিং স্টোরিজ
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যন্ত সংশয়ে ছিলেন ম্যাঞ্চেস্টার টেস্ট অনুষ্ঠিত হওয়া নিয়ে। শেষমেশ ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট হাতে আসার পর আশঙ্কার মেঘ কেটে গেল বলা যায়।
উল্লেখ্য, এর আগে ওভাল টেস্ট চলাকালীন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর করোনা আক্রান্ত হন। ক্রিকেটাররা নেগেটিভ চিহ্নিত হওয়ায় ওভাল টেস্ট নির্বিঘ্নে শেষ হয়। যদিও করোনা আক্রান্ত তিন কোচকে ছাড়াই সিরিজের শেষ টেস্ট খেলতে ম্যাঞ্চেস্টারে পৌঁছয় ভারতীয় দল। এবার বিপত্তি দেখা দেয় ম্যাঞ্চেস্টারেও। সিরিজের পঞ্চম টেস্টে মাঠে নামার আগের দিন ফের ভারতীয় শিবিরে হানা দেয় করোনা।