ইট ছুড়লে পাটকেল খেতে হবে না? খেলোয়াড়ের নামটা যদি বিরাট কোহলি হয়, তাহলে উত্তরটা যে ‘হ্যাঁ’ হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তা হাড়েহাড়ে টের পেলেন জেমস অ্যান্ডারসন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে স্লেজিং করতে গিয়ে পালটা ইংরেজ তারকাকে শুনতে হল, ‘বয়সের কারণে এসব করতে হচ্ছে।’
টুইটারে ইংরেজ সমর্থককূল বার্মি আর্মির তরফে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে কোহলি ও অ্যান্ডারসনের মধ্যে কথোপকথনের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংসের সময় বিরাটকে বলতে শোনা গিয়েছে, ‘এটা কী ছিল? হ্যাঁ? আমায় আবার গালাগালি দেওয়া? জসপ্রীতের (জসপ্রীত বুমরাহ) মতো? হ্যাঁ?’ পুরো কথাটাই ছিল ইংরেজদের তারকা বোলারকে উদ্দেশ করে। কিছুক্ষণ পর কোহলিকে উদ্দেশ করে অ্যান্ডারসনকে বলতে শোনা যায়, ‘তুমি যত খুশি আমায় গালিগালাজ করতে পার।’ তাতে অবশ্য পালটা শুনতে হয় ৩৯ বছরের অ্যান্ডারসনকে। বিরাট বলেন, ‘নিজের নিয়ম মেনে নিজে খেলে যাও। দৌড়ানোর জন্য তুমি আমায় **** (গালিগালাজ) করছ। এটা তোমার বাড়ির উঠোন নয়।’ পালটা জিমি বলেন, ‘আমার মতে, বোলাররা দৌড়াতে পারে। ক্রিজের মধ্যে দিয়েও।’ বিরাটও থেমে থাকেননি। তিনি বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ। শুধু বকবক, বকবক আর বকবক। বয়সের কারণে এসব করতে হচ্ছে।’
এমনিতে বিরাটের আমলে ‘কথা’ শোনাতে পিছপা হয় না ভারতীয় দল। সেক্ষেত্রে একেবারে সামনে থাকেন বিরাট। ইংল্যান্ডের প্রথম ইনিংসের সময় জোস বাটলারকে স্লেজিং করেন। তবে বুমরাহ অ্যান্ডারসনকে একের পর এক বাউন্সার করার পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাউন্সারে অবশ্য ক্ষুব্ধ হয় ইংল্যান্ড। তার জেরে ইংরেজ খেলোয়াড়রা ভারতীয়দের বিরুদ্ধে পালটা মুখ চালানোর সিদ্ধান্ত নেন। তাতে অবশ্য আখেরে নিজেদের পায়েই কুড়ুল মারেন।