ভারতের চলতি টি-২০ বিশ্বকাপ অভিযান সংকটে। তবু হা-হুতাশ না করে নিজেকে সুখী মানুষ হিসেবে বর্ণনা করলেন বিরাট কোহলি। আসলে ১৩ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে কোহলি যা কিছু অর্জন করেছেন, তা তাঁর কাছে অভাবনীয়ই মনে হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় আইসিসির পোস্ট করা ভিডিওয় কোহলিকে নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে যারপরনাই তৃপ্ত শোনায়। তিনি স্পষ্ট জানালেন, দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলার গৌরবটাই তাঁর কেরিয়ারের সেরা প্রাপ্তি।ট্রেন্ডিং স্টোরিজ
কোহলির কথায়, ‘১৩ বছর কেটে গেল। সত্যি বলতে আমি কখনই ভাবিনি এই জায়গায় এসে পৌঁছতে পারব। তবে এটা অসাধারণ যাত্রা। দারুণ সব মুহূর্ত, অসাধারণ সব স্মৃতিতে ভরা। দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলার গৌরব, এটাই আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি এবং এখনও পর্যন্ত আমার কেরিয়ারের সবথেকে উল্লেখযোগ্য বিষয়। আমি যে কোনও জায়গায় প্রতিটা ক্রিকেট ম্যাচ জয়ের রাস্তা খুঁজে বার করতে চাই। সেই লক্ষ্যে আমি সর্বদা নিজের সেরাটা দিয়ে এসেছি।’
ব্যাটসম্যান হিসেবে নিজের লক্ষ্য নিয়ে বিরাট বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে আমি যখনই মাঠে নামি, আমার প্রধান কর্তব্য স্কোরবোর্ডে যত বেশি সম্ভব রান তোলা। সেটা যদি না করতে পারা যায়, তবে ম্যাচ খুব তাড়াতাড়ি হাতের বাইরে চলে যেতে পারে। আমার দিক থেকে আমি প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাতে চাই।’
শেষে নিজের কেরিয়ার নিয়ে তৃপ্ত কোহলি বলেন, ‘আমার কেরিয়ারের যাত্রার দিকে তাকালে যা পেয়েছি এই মুহূর্তে তাতে আমি খুব খুশি ও তৃপ্ত। ১৩ বছর পরে এই জায়গায় অবস্থান করতে পেরে আমি সত্যিই খুব সুখী মানুষ।’