1/5থাইল্যান্ডের কো সামুই দ্বীপে বন্ধুবান্ধবের সঙ্গে ছুটি কাটানোর সময়তে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অজি লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। এখনও ক্রিকেট মাঠে ভক্তদের হৃদয়ে তাঁর অলিখিত উপস্থিতি রয়ে গিয়েছে। আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট সর্বত্র তার উপস্থিতি বিদ্যমান।
2/5নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে ইংল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিন শেন ওয়ার্নকে অভিনব উপায়ে শ্রদ্ধা জানালেন দুই দলের ক্রিকেটাররা।
3/5মাঠে উপস্থিত দর্শকরাও স্মরণ করলেন অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি ক্রিকেটারকে। তাঁকে অভিনব ‘২৩’র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল। প্রথম দিন ২৩ ওভার খেলা হওয়ার পরে হঠাৎ করেই কিছুক্ষণের জন্য মাঠে কেউ যেন সাময়িক বিরতির সুইচ প্রেস করে দিয়েছিলেনন। দেখা যায়, মাঠের মধ্যে এক সারিতে দাঁড়িয়ে রয়েছেন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে ওয়ার্নের ছবি। ২৩ সেকেন্ড ধরে সবাই করতালি দিয়ে ওয়ার্নকে শ্রদ্ধা জানান।
4/5কিন্তু হঠাৎ করে কেন এই ‘২৩’ সংখ্যাটার প্রতি জোড় দেওয়া হল? কারণ ওয়ার্নের জার্সির নম্বর ছিল ২৩। অস্ট্রেলিয়ার জাতীয় দল ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়া, বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্স, কাউন্টিতে হ্যাম্পশায়ার, আইপিএলে রাজস্থান রয়্যালসেও ওয়ার্ন ২৩ নম্বর জার্সি পরে খেলেছেন। তাই এ ভাবেই অভিশব উপায়ে তাকে শ্রদ্ধা জানানো হয়।
5/5লর্ডসে মাত্র চারটি টেস্ট খেলেছেন ওয়ার্ন। সেখানে তাঁর ঝুলিতে রয়েছে ১৯টি উইকেট। লর্ডসের মাঠে কোনও দিন টেস্ট ম্যাচ হারেননি ওয়ার্ন। তাকে শ্রদ্ধা জানাতে লর্ডসের কমেন্ট্রি বক্সের নামও রাখা হয়েছে ওয়ার্নের নামে।