ICC Women’s World Cup 2022: SA-AUS ম্যাচে কাদের জয়ে সুবিধা ভারতের? বাংলাদেশের বিরুদ্ধে জিতলে হবে উত্থান

1/6SA-AUS ম্যাচে কাদের জয়ে সুবিধা ভারতের? বাংলাদেশের বিরুদ্ধে জিতলে হবে উত্থান। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

মঙ্গলবার মহিলা বিশ্বকাপে দুটি ম্যাচ আছে - দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, ভারত বনাম বাংলাদেশ। (ছবি সৌজন্যে, টুইটার @BCCIWomen)
2/6মঙ্গলবার মহিলা বিশ্বকাপে দুটি ম্যাচ আছে – দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, ভারত বনাম বাংলাদেশ। (ছবি সৌজন্যে, টুইটার @BCCIWomen)
আপাতত অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে গিয়েছে। বাকি তিনটি দলের জন্য লড়াই মূলত দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং ইংল্যান্ডের। তবে আপাতত অ্যাডভান্টেজ আছে প্রোটিয়াদের। (ছবি সৌজন্যে, টুইটার @ICC)
3/6আপাতত অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠে গিয়েছে। বাকি তিনটি দলের জন্য লড়াই মূলত দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং ইংল্যান্ডের। তবে আপাতত অ্যাডভান্টেজ আছে প্রোটিয়াদের। (ছবি সৌজন্যে, টুইটার @ICC)
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের কোনও প্রত্যক্ষ প্রভাব ভারতীয় দলের উপর পড়বে না। কারণ অজিরা ইতিমধ্যে সেমিফাইনালে চলে গিয়েছে। মঙ্গলবার যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায়, তাহলে প্রোটিয়ারাও সেমিফাইনালে চলে যাবেন। কারণ তাঁদের পয়েন্ট হবে ১০। তখন বাকি দুটি স্থানের জন্য ওয়েস্ট ইন্ডিজ (দক্ষিণ আফ্রিকা), ভারত (বনাম বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা) এবং ইংল্যান্ডের (বনাম পাকিস্তান এবং বাংলাদেশ) লড়াই হবে। তিনটি দলই যদি বাকি ম্যাচগুলি জিতে যায়, তাহলে নেট রানরেটের বিচারে ভারত এবং ইংল্যান্ড সেমির দৌড়ে এগিয়ে থাকবে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
4/6দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের কোনও প্রত্যক্ষ প্রভাব ভারতীয় দলের উপর পড়বে না। কারণ অজিরা ইতিমধ্যে সেমিফাইনালে চলে গিয়েছে। মঙ্গলবার যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায়, তাহলে প্রোটিয়ারাও সেমিফাইনালে চলে যাবেন। কারণ তাঁদের পয়েন্ট হবে ১০। তখন বাকি দুটি স্থানের জন্য ওয়েস্ট ইন্ডিজ (দক্ষিণ আফ্রিকা), ভারত (বনাম বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা) এবং ইংল্যান্ডের (বনাম পাকিস্তান এবং বাংলাদেশ) লড়াই হবে। তিনটি দলই যদি বাকি ম্যাচগুলি জিতে যায়, তাহলে নেট রানরেটের বিচারে ভারত এবং ইংল্যান্ড সেমির দৌড়ে এগিয়ে থাকবে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
সরাসরি প্রভাব না পড়লেও ভারত চাইবে যে দক্ষিণ আফ্রিকার সেমি যাত্রা কিছুটা দেরি হোক। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হার চাইবে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিশ্চিতভাবে পূর্ণশক্তির দল নামাবেন প্রোটিয়ারা। সেই ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিতে গেলে ভারতের লাভ। কারণ ওয়েস্ট ইন্ডিজ কার্যত ছিটকে যাবে। নেট রানরেটের কোনও প্রশ্নই থাকবে না। সরাসরি সেমিতে উঠে যাবে ভারত এবং ইংল্যান্ড।(ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
5/6সরাসরি প্রভাব না পড়লেও ভারত চাইবে যে দক্ষিণ আফ্রিকার সেমি যাত্রা কিছুটা দেরি হোক। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হার চাইবে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিশ্চিতভাবে পূর্ণশক্তির দল নামাবেন প্রোটিয়ারা। সেই ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিতে গেলে ভারতের লাভ। কারণ ওয়েস্ট ইন্ডিজ কার্যত ছিটকে যাবে। নেট রানরেটের কোনও প্রশ্নই থাকবে না। সরাসরি সেমিতে উঠে যাবে ভারত এবং ইংল্যান্ড।(ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
তারইমধ্যে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। যে ম্যাচে ভারতকে জিততেই হবে। নাহলে কার্যত ছিটকে যাবে সেমিফাইনালের দৌড় থেকে। ভারত জিতে গেলে তৃতীয় স্থানেও উঠে আসবে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
6/6তারইমধ্যে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। যে ম্যাচে ভারতকে জিততেই হবে। নাহলে কার্যত ছিটকে যাবে সেমিফাইনালের দৌড় থেকে। ভারত জিতে গেলে তৃতীয় স্থানেও উঠে আসবে। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.