ICC Women’s World Cup 2022: পাকিস্তান ভরসা! বিশ্বকাপ সেমিফাইনালে যেতে চিরপ্রতিদ্বন্দ্বীর হয়ে গলা ফাটাবে ভারত

1/5সোমবার পাকিস্তানের বিরুদ্ধে নামতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। যে ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবে ভারত। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @cricketworldcup)

আপাতত গ্রুপের যা পরিস্থিতি, তাতে পাকিস্তানের জয় চাইবে ভারত। পাকিস্তান জিতে গেলে ছ'ম্যাচে ছ'পয়েন্টে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার লড়াই চলে উঠবে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @cricketworldcup)
2/5আপাতত গ্রুপের যা পরিস্থিতি, তাতে পাকিস্তানের জয় চাইবে ভারত। পাকিস্তান জিতে গেলে ছ’ম্যাচে ছ’পয়েন্টে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার লড়াই চলে উঠবে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @cricketworldcup)
এবার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ লিগের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। ইতিমধ্যে শেষ চারের টিকিট পেয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। বাকি তিনটি জায়গার জন্য লড়াই করছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং ইংল্যান্ড। নিউজিল্যান্ডের আশা কার্যত শেষ। অভাবনীয় কোনও ঘটনা ছাড়া কিউয়িরা ঘরের মাঠে গ্রুপ লিগের বাধা টপকাতে পারবেন না।
3/5এবার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, গ্রুপ লিগের প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। ইতিমধ্যে শেষ চারের টিকিট পেয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। বাকি তিনটি জায়গার জন্য লড়াই করছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং ইংল্যান্ড। নিউজিল্যান্ডের আশা কার্যত শেষ। অভাবনীয় কোনও ঘটনা ছাড়া কিউয়িরা ঘরের মাঠে গ্রুপ লিগের বাধা টপকাতে পারবেন না।
ওয়েস্ট ইন্ডিজ যদি পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে যায়, তাহলে চারটি দল আট পয়েন্টে থাকবে - ওয়েস্ট ইন্ডিজ, ভারত (দুটি ম্যাচ জিতবে ধরে), ইংল্যান্ড (দুটি ম্যাচ জিতবে ধরে) এবং দক্ষিণ আফ্রিকা (অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে হারবে ধরে)। সেক্ষেত্রে নেট রানরেট অনুযায়ী, ভারত ও ইংল্যান্ড সেমিতে চলে যাবে। বাকি একটি স্থানের জন্য লড়াই হবে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @cricketworldcup)
4/5ওয়েস্ট ইন্ডিজ যদি পাকিস্তানের বিরুদ্ধে হেরে যায় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে যায়, তাহলে চারটি দল আট পয়েন্টে থাকবে – ওয়েস্ট ইন্ডিজ, ভারত (দুটি ম্যাচ জিতবে ধরে), ইংল্যান্ড (দুটি ম্যাচ জিতবে ধরে) এবং দক্ষিণ আফ্রিকা (অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে হারবে ধরে)। সেক্ষেত্রে নেট রানরেট অনুযায়ী, ভারত ও ইংল্যান্ড সেমিতে চলে যাবে। বাকি একটি স্থানের জন্য লড়াই হবে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @cricketworldcup)
ওয়েস্ট ইন্ডিজ যদি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায়, তবে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। সেক্ষেত্রে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড উঠে যাবে সেমিতে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @cricketworldcup)
5/5ওয়েস্ট ইন্ডিজ যদি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যায়, তবে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। সেক্ষেত্রে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড উঠে যাবে সেমিতে। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার @cricketworldcup)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.