ICC Women U19 T20 World Cup, INDW U19 vs NZW U19: ইতিহাস গড়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেফালির প্রমীলা বাহিনী

ঝুলন গোস্বামী (Jhulan Goswami), মিতালি রাজ (Mithali Raj), হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) অনুসরণ করে এগিয়ে যাচ্ছে ভারতেরর অনূর্ধ্ব-১৯ মহিলা দল (Indian Womens Under 19 Cricket Team)। এই প্রথমবার আয়োজন করা হল অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ ( ICC Women U19 T20 World Cup 2023)। আর প্রথমবারই ফাইনালে জায়গা করে নিল শেফালি ভার্মার (Shafali Verma) টিম ইন্ডিয়া (Team India)। শুক্রবার সেমি ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড (New Zealand Under 19 Cricket Team)। কিউইদের ৮ উইকেট হারিয়ে ফাইনালের টিকিট অর্জন করল প্রমিলা বাহিনী। ফাইনাল ২৯ জানুয়ারি আয়োজিত হবে। 

পচেস্ট্রুমের বাইশ গজে বিপক্ষের কাছে ত্রাস হয়ে ওঠেন লেগ স্পিনার পার্শভি চোপড়া (Parshavi Chopra)। তিনি ২০ রানে ৩ উইকেট নিয়েছেন। দলের বাকি বোলাররাও তাঁকে যোগ্য সঙ্গত করেন। ফলে ২০ ওভারে ৯ উইকেটে ১০৭ রানেই আটকে যায় কিউইরা। দারুণ বোলিংয়ের জন্য ম্যাচের সেরা হয়েছেন পার্শভি। 

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.২ ওভারেই ২ উইকেটে ১১০ রানে তুলে নেয় ভারত। অধিনায়ক শেফালি ভার্মা ১০ রানে আউট হলেও, দারুণ ব্যাটিং করেন শ্বেতা শেরাওয়াত (Shweta Sehrawat)। সৌম্যা তিওয়ারিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬২ রান। আর সেখানেই ম্যাচের নিষ্পত্তি হয়ে যায়। 

শ্বেতা ৪৫ বলে ৬১ রানে অপরাজিত থাকেন। মারলেন ১০টি চার। সৌম্যা ২২ রান করেন। অ্যানা ব্রোউনিংয়ের বলে বোল্ড হন সৌম্যা। তবে সৌম্যা আউট হলেও শ্বেতা শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.