ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুরন্ত পারফর্ম্যান্সের সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন মিতালি রাজ। পরে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন স্টেফানি টেলর মিতালির কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন শীর্ষস্থান। টেলর পুনরায় পিছিয়ে যেতেই ফের আইসিসির এক নম্বর ওয়ান ডে ব্যাটারের মুকুট মাথায় তুললেন মিতালি।
আইসিসির সদ্য প্রকাশিত সাপ্তাহিক মহিলা ওয়ান ডে ব়্যাঙ্কিং তালিকায় স্টেফানি চার ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে চলে গিয়েছেন। দু’নম্বর থেকে উঠে এসে মিতালি দখল করেছেন সিংহাসন। একা মিতালিই নন, এক ধাপ করে উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি, অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট। তিনজনে আপাতত ওয়ান ডে ব্যাটারদের তালিকার দ্বিতীয়, তৃতীয়, ও চতুর্থ স্থানে অবস্থান করছেন। ওয়ান ডে ব্যাটারদের তালিকায় স্মৃতি মন্ধনা আগের মতোই ৯ নম্বরে রয়েছেন।
ওয়ান ডে বোলারদের প্রথম দশে ঝুলন গোস্বামী ও পুণম যাদব রয়েছেন যথাক্রমে পাঁচ ও নয় নম্বরে। অল-রাউন্ডাদের তালিকায় দীপ্তি শর্মা পাঁচ নম্বর জায়গা ধরে রেখেছে।
স্মৃতি মন্ধনা ব্যক্তিগত টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি এক ধাপ উঠে এসে তিন নম্বরে অবস্থান করছেন। শেফালি বর্মা যথারীতি আইসিসির এক নম্বর মহিলা টি-২০ ব্যাটারের সিংহাসন ধরে রেখেছেন।
টি-২০ বোলারদের তালিকায় দীপ্তি শর্মা ও পুণম যাদব রয়েছেন যথাক্রমে ছয় ও আট নম্বরে। টি-২০ অল-রাউন্ডারের তালিকায় দীপ্তি রয়েছেন পাঁচে।