নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি (৬৪) ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০৯) করার পুরস্কার পেলেন জো রুট। আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে টপকে চার নম্বরে উঠে এলেন ইংল্যান্ড অধিনায়ক।
আইসিসির সদ্য প্রকাশিত ব়্যঙ্কিং তালিকায় রুট এক ধাপ উন্নতি করেন। ট্রেন্ট ব্রিজে শূন্য রানে আউট হওয়া কোহলি রুটকে জায়গা ছেড়ে দিয়ে পাঁচ নম্বরে পিছলে যান। বিরাট এক ধাপ পিছিয়ে গেলেও রোহিত শর্মা ও ঋষভ পন্ত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন। রোহিত ছয় নম্বরে ও পন্ত রয়েছেন সাতে।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশের বাইরেই রইলেন বাবর আজম। হেনরি নিকোলসের সঙ্গে পাক অধিনায়ক যুগ্মভাবে ১০ নম্বরে অবস্থান করলেও ভগ্নাংশের নিরিখে ক্রমতালিকার এগারো নম্বরে রয়েছেন বাবর। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে উইলিয়ামসন, স্মিথ ও ল্যাবুশান।
টেস্ট বোলারদের তালিকায় বড়সড় লাফ দিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি ১০ ধাপ উঠে এসে প্রথম দশে ঢুকে পড়েছেন। বুমরাহ এই মুহূর্তে আইসিসির ৯ নম্বর টেস্ট বোলার। রবিচন্দ্রন অশ্বিন টেস্ট বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষ স্থান ধরে রেখেছেন কামিন্স।
টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় জাদেজা দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। অশ্বিন রয়েছেন চার নম্বরে। এক নম্বরে রয়েছেন জেসন হোল্ডার।
ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় কোহলি ও রোহিত রয়েছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। ওয়ান ডে বোলারদের তালিকায় সাত নম্বরে জায়গা ধরে রেখেছেন বুমরাহ। জাদেজা রয়েছেন অল-রাউন্ডারদের তালিকার ৯ নম্বরে।
টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় কোহলি ও লোকেশ রাহুল রয়েছেন আগের মতোই পাঁচ ও ছয় নম্বরে। টি-২০ বোলার ও অল-রাউন্ডারদের প্রথম দশে কোনও ভারতীয় তারকা নেই।