কপিল দেবের পরেই দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে গড়ে ফেলেছেন দ্রুততম অর্ধশতরানের নজির। কপিল দেব ৩০ বলে অর্ধশতরান করেছিলেন। আর ওভাল টেস্টে শার্দুল ৩১ বলে ছয় মেরে অর্ধশতরান করেন। শুধু তাই নয় ইংল্যান্ডের মাটিতে দ্রুততম অর্ধশতরান করারও নজির গড়েছেন তিনি। এই রেকর্ডের মালিক এতদিন ছিলেন কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম। তিনি ১৯৮৬ সালে এই ওভালেই ৩২ বলে অর্ধশতরান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন শার্দুল। বৃহস্পতিবার নতুন নজির গড়ার পরে শার্দুল সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন, তিনি ব্যাটিং-এ উন্নতি করতে কঠোর পরিশ্রম করেছেন।
তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ইংল্যান্ডের আবহাওয়ায় দাঁড়িয়ে সোজা ব্যাটে যতগুলো বল খেলা যায়, তাতেই রান পাওয়া যায়। আপনারা যদি খেয়াল করে থাকেন, তা হলে দেখবেন, এখানে বল খুব বেশি সুইং হয়। আবার সিমও হয়। তাই সোজা ব্যাটে খেলে গেলে রান পাওয়া যাবে।’ এর সঙ্গেই তিনি আরও বলেছেন, ‘আমার ব্যাটিং আগের চেয়ে অনেক ভাল হয়েছে। আমাদের কোচ এবং ব্যাটিং এক্সপার্ট যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা করেছি, প্রত্যেকেই একই কথা বলেছে, সোজা ব্যাটে খেলে যেতে হবে। যত বেশি রান করা সম্ভব, করে যেতে হবে।’ট্রেন্ডিং স্টোরিজ
শার্দুল আরও বলেছেন, ‘ভারতীয় দলে খেলতে হলে, টিমের দায়িত্ব নিতেই হবে। সে পেস বোলার হিসেবেই হোক বা ব্যাটসম্যান হিসেবে। যখনই সুযোগ আসবে, তখনই রান করে খেলায় আমার প্রভাব বাড়াতে হবে। পারফরম্যান্স করে এমন কিছু করতে হবে, যাতে দল জেতে। আর এটাকেই আমি সব সময়ে চ্যালেঞ্জ হিসেবে দেখি।’ এর সঙ্গেই তিনি বলেছেন, ‘আগের চেয়ে আমি ব্যাটিং-এ উন্নতি করেছি। তার জন্য কঠোর পরিশ্রমও করেছি। আমাকে ব্যাটিং কোচ উৎসাহ দিয়েছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন, মাঠে নেমে রান করার বিষয়ে। সেই চেষ্টাটুকুই আমি করেছি।’
পন্ত এবং জাদেজার খারাপ পারফরম্যান্স নিয়ে শার্দুল বলেছেন, ‘এটা হতেই পারে। বড় কোনও বিষয় নয়। ওরা দু’জনেই অনেক ম্যাচ জিতিয়েছে। জাদেজা তো প্রথম টেস্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের প্রথম ইনিংসে রান খুব বেশি নয়। দু’শোও নয়। ইংল্যান্ডও ইতিমধ্যে ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে। দ্বিতীয় দিন আমাদের লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব কম রানের মধ্যে ইংল্যান্ডকে অল আউট করা।’