আই লিগ কোয়ালিফায়ার্স দিয়ে ভারতের ঘরোয়া ফুটবল মরশুম শুরু হতে চলেছে অক্টোবরে। ব্যাঙ্গালোর ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে এবার মোট ১০টি দল অংশ নেবে। উল্লেখযোগ্য বিষয় হল, ৭টি নতুন দলকে এবার প্রথম দেখা যাবে আই লিগ কোয়ালিফায়ার্সে।
জম্মু-কাশ্মীরের হায়দেরা স্পোর্টস এফসি, উত্তরাখণ্ডের করবেট এফসি, দিল্লি এফসি, মধ্যপ্রদেশের মদন মহারাজ এফসি, রাজস্থান ইউনাউটেড এফসি, কেরালা ইউনাইটেড এফসি এবং মেঘালয়ের রিনতি এসসি এবারই প্রথম আই লিগ কোয়ালিফায়ার্সে অংশ নেবে।ট্রেন্ডিং স্টোরিজ
এছাড়া গুজরাতের আরা এফসি, মহারাষ্ট্রের কেঙ্করে এফসি এবং কর্ণটকের এফসি বেঙ্গালুরু ইউনাইটেড এবার মাঠে নামবে আই লিগ কোয়ালিফায়ার্সে। এই তিন দল আগেও টুর্নামেন্টে অংশ নিয়েছে।
১০টি দলকে ৫টি করে দলের দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটা দল নিজেদের গ্রুপের বাকি চারটি দলের সঙ্গে একবার করে মুখোমুখি হবে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দলে ফাইনাল রাউন্ডের যোগ্যতা অর্জন করবে। চারটি দল রাউন্ড রবিন ফর্ম্যাটে নিজেদের মধ্যে একটি করে ম্যাচ খেলবে। ফাইনাল রাউন্ডে যে দল এক নম্বরে থাকবে, তারা আই লিগ ২০২১-২২ মরশুমে মাঠে নামার টিকিট পেয়ে যাবে।