How NRR is Calculated: NRR-র নিরিখে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে ভারত! কীভাবে নেট রানরেটের হিসাব হয়?

ইতিমধ্যে নেট রানরেটের (NRR) জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার। নেট রানরেটের ভিত্তিতেই ‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ১’-র প্রথম দুই স্থানাধিকারী দল নির্ধারিত হয়েছে। ‘গ্রুপ ২’-তেও বড় ভূমিকা পালন করতে পারে নেট রানরেট। কিন্তু কীভাবে এই নেট রানরেটের হিসাব করা হয়, তা দেখে নিন –

কীভাবে নেট রানরেট হিসাব করা হয়?

কোনও প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচে কোনও দল প্রতি ওভারে গড়ে যে রান করেছে এবং সেই ম্যাচে প্রতি ওভারে গড়ে কত রান হজম করেছে, সেটার মধ্যে যে পার্থক্য আছে, সেটাই হল নেট রানরেট। যদি কোনও দল ওভার প্রতি গড়ে রান করার থেকে ওভারপ্রতি গড়ে বেশি রান হজম করে, তাহলে নেট রানরেট নেগেটিভ হয়। যদি উলটো হয়, তাহলে ইতিবাচক হবে নেট রানরেট।

নেট রানরেট (NRR) ফর্মুলা কী?

নেট রানরেট= (কোনও দলে মোট রান)/(কোনও দলের খেলা মোট ওভার) – (ওই দলের বিরুদ্ধে বিপক্ষের করা রান)/(ওই দলের বিরুদ্ধে খেলা ওভার)।

ভারতের নেট রানরেটের (NRR) হিসাব

দলকত রান করেছে ভারত?কত ওভার মুখোমুখি হয়েছে?
পাকিস্তান১৬০২০
নেদারল্যান্ডস১৭৯২০
দক্ষিণ আফ্রিকা১৩৩২০
বাংলাদেশ১৫০১৬
মোট৬২২৭৬

বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশের বিরুদ্ধে ২০ ওভারে ১৮৪ রান তুলেছিল ভারত। বৃষ্টির জন্য ডিএলএস মেথডে ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্যমাত্রা ১৫১ রান। নেট রানরেটের হিসাবের সুবিধার জন্য ১৬ ওভারে ভারত ১৫০ রান করেছিল ধরে নেওয়া হচ্ছে।

দলকত রান হজম করেছে ভারত?কত ওভার বল করেছে ভারত?
পাকিস্তান১৫৯২০
নেদারল্যান্ডস১২৩২০
দক্ষিণ আফ্রিকা১৩৭২০
বাংলাদেশ১৪৫১৬
মোট৫৬৪৭৫.৪

তাহলে ভারতের নেট রানরেট কত হবে?

১) নেট রানরেটের ফর্মুলা অনুযায়ী প্রতি ওভারে ভারতের রান: ৬২২/৭৬ = ৮.১৮।

২) নেট রানরেটের ফর্মুলা অনুযায়ী প্রতি ওভারে ভারতের রান হজম করেছে: ৫৬৪/৭৫.৪ = ৭.৪৫।

৩) ভারতের নেট রানরেট হবে: (কোনও দলে মোট রান)/(কোনও দলের খেলা মোট ওভার) – (ওই দলের বিরুদ্ধে বিপক্ষের করা রান)/(ওই দলের বিরুদ্ধে খেলা ওভার) অথবা ৮.১৮-৭.৪৫ = +০.৭৩০।

‘সুপার ১২’ পর্যায়ের ‘গ্রুপ ১’-র নেট রানরেটের লড়াই

পাঁচ ম্যাচের শেষে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল সাত। নেট রানরেটের নিরিখে গ্রুপে প্রথম স্থান দখল করেছেন কিউয়িরা। দ্বিতীয় স্থানে শেষ করেছে ইংল্যান্ড। উঠে গিয়েছে সেমিফাইনালে। বাজে নেট রানরেটের ধাক্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে অস্ট্রেলিয়া।

আগামিকাল ‘গ্রুপ ২’-র ক্ষেত্রেও নেট রানরেট ভূমিকা পালন করতে পারে। তবে সেটা অঘটন ছাড়া সম্ভব নয়। আপাতত ওই গ্রুপের শীর্ষে আছে ভারত (ছয় পয়েন্ট)। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা (পাঁচ পয়েন্ট)। তৃতীয় স্থানে পাকিস্তান আছে (চার পয়েন্ট)। পাকিস্তান চাইবে যে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত হেরে যাক। তাহলে ভারত ছয় পয়েন্টেই আটকে থাকবে। বাংলাদেকে হারিয়ে পাকিস্তানেরও ছয় পয়েন্ট হতে পারে। সেক্ষেত্রে ভারতের থেকে নেট রানরেট বেশি থাকায় পাকিস্তান সেমিতে চলে যাবে। ছিটকে যাবে টিম ইন্ডিয়া (দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসকে হারাবে ধরে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.