৪১ বছর পরে ফের অলিম্পিক্সে পদক জিতল ভারতের হকি দল। ৫ই অগস্ট বৃহস্পতিবার টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতল শ্রীজেশরা। অন্যদিকে কুস্তিতে রুপো জিতলেন রবি দাহিয়া। গল্ফে এ দিনও পদকের স্বপ্ন দেখালেন ভারতের অদিতি আশোক। তবে এ দিন দীপক পুনিয়া, ভিনেশ ফোগতরা হতাশ করলেন। কেমন গেল ভারতের টোকিও অলিম্পিক্সের বৃহস্পতিবার! দেখে নিন এক নজরে।
গল্ফ:
টোকিও অলিম্পিক্সের গল্ফ থেকে ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছিলেন অদিতি অশোক। দ্বিতীয় রাউন্ডে ফাইভ আন্ডার ৬৬ স্কোর করে সার্বিকভাবে দ্বিতীয় স্থান ধরে রাখেন তিনি। দ্বিতীয় রাউন্ডের শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থান ধরে রেখে মেডেল জয়ের সম্ভাবনা জোরালো করলেন ২৩ বছর বয়সী মহিলা গল্ফার। এই ইভেন্টে ভারতের অপর গল্ফার দীক্ষা ডাগর দ্বিতীয় রাউন্ডের শেষে সার্বিক তালিকার ৫৩ নম্বরে রয়েছেন। তিনি দ্বিতীয় রাউন্ডে ওয়ান আন্ডার ৭২ স্কোর করেন। সার্বিকভাবে দু’টি রাউন্ডের শেষে দীক্ষার স্কোর সিক্স আন্ডার পার ১৪৮।
হকি:
হার না মানা মানসিকতার সৌজন্যে অলিম্পিক্সে ৪১ বছরের পদক খরা কাটল ভারতের। দ্বিতীয় কোয়ার্টারে দেড় মিনিটের ব্যবধানে দুটি গোল খেয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। সেখান থেকে ফিনিক্স পাখির মতো উঠে এল ভারত। সাত মিনিটের ব্যবধানে চারটি গোল করে পুরোপুরি খেলা ঘুরিয়ে দিলেন মনপ্রীত সিংরা। অবশেষে ৪১ বছর পরে অলিম্পিক্সে পদক জেতে ভারতীয় হকি দল। এদিন ব্রোঞ্জ পদক জেতে ভারতের পুরুষ হকি দল।
কুস্তি:
ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের ফাইনালে পরাজিত হলেন রবি কুমার দাহিয়া। গোল্ড মেডেল বাউটে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা কুস্তিগীর। শেষ পর্যন্ত এদিন রুপো জিতলেন রবি কুমার দাহিয়া।
ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে একতরফা হারতে হয়েছিল ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়াকে। সেই হারের ধাক্কা সামলে ব্রোঞ্জ মেডেল বাউটে ঘুরে দাঁড়াতে পারলেন না দীপক। সান মারিনোর মাইলস নাজেম আমিনের কাছে ২-৪ ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদক হাতছাড়া করেন দীপক পুনিয়া।
জয় দিয়ে দিন শুরু করেছিলেন ভিনেশ ফোগত। ৫৩ কেজি ফ্রিস্টাইল বিভাগে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী সোফিয়া ম্যাটসনকে ৭-১ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন ভারতীয় তারকা। অবশেষে মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে বেলারুশের ভানেসা কালাদজিনস্কায়ার কাছে ৩-৯ ব্যবধানে পরাজিত হন ভিনেশ ফোগত।
৫৭ কেজি বিভাগে রেপাচেজে হেরে গেলেন কুস্তিগীর অংশু মালিক।
অ্যাথলেটিক্স রেস ওয়াক:
ভালো শুরু করেও চমক দিতে পারলেন না সন্দীপ কুমার। দীর্ঘ সময় দ্বিতীয় স্থানে থেকে লড়াই চালানোর পর ছেলেদের ২০ কিলোমিটার রেস ওয়াকে শেষমেশ প্রথম কুড়ির বাইরে ছিটকে যান ভারতীয় তারকা। সন্দীপ রেস ওয়াক ইভেন্ট শেষ করেন ২৩ নম্বরে থেকে। এই ইভেন্টে ভারতের অপর দুই প্রতিনিধি রাহুল ও কেটি ইরফান মোটেও নজর কাড়তে পারেননি। দু’জনে রেস শেষ করেন যথাক্রমে ৪৭ ও ৫১ নম্বরে থেকে।