আইপিএলে ফিল্ডারদের অবিশ্বাস্য সব ক্যাচ নিতে দেখেছেন। তবে গ্যালারিতে কোনও দর্শককে এমন দুরন্ত ক্যাচ ধরতে খুব কমই দেখা গিয়েছে।
ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়ে বল গ্যালারিতে উড়িয়ে দিলে প্রায়শই দর্শকদের ক্যাচ ধরে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। তাও করোনার জন্য দীর্ঘদিন দর্শকশূন্য গ্যারালিতে ম্যাচ আয়োজিত হওয়ায় এমন ছবি দেখার উপায় ছিল না। অবশেষে আমিরশাহিতে আইপিএলের আসরে স্টেডিয়ামে দর্শক ফিরেছে। পুরনো উন্মাদনাও চোখে পড়ছে ক্রিকেট নিয়ে। তারই ফাঁকে দুবাইয়ে জনৈক দর্শকের অসাধারণ ক্যাচও দেখা গেল।ট্রেন্ডিং স্টোরিজ
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে দিল্লির ইনিংসে দেখা যায় এমন ঘটনা। ইনিংসের পঞ্চম ওভারে দীপক চাহারের বদলে বল করতে আসেন শার্দুল ঠাকুর। প্রথম বলটিকেই লেগ-সাইডে তুলে মারেন পৃথ্বী। বল গিয়ে পড়ে গ্যালারিতে। এক দর্শক অত্যন্ত দক্ষতার সঙ্গে পৃথ্বীর ছক্কার বলটিকে তালুবন্দি করেন।
মাঠে ফিল্ডাররা আগে থেকে ক্যাচ ধরার জন্য সুবিধামতো জায়গা করে নিতে পারেন। তবে ভরা গ্যালারিতে দর্শকদের পক্ষে তেমনটা করা সম্ভব নয়। চেয়ারের ভিড় ঠেলে ক্যাচ ধরার মতো জায়গা করে নেওয়া সম্ভব হয় না দর্শকদের পক্ষে। এক জায়গায় দাঁড়িয়ে ভারসাম্য বজায় রেখে সংশ্লিষ্ট দর্শক যেভাবে ক্যাচ ধরেন, তার প্রশংসা শোনা যায় ধারাভাষ্যকারদের মুখেও।