অবসর নিলেন হরভজন: বিদায় বেলায় ফিরে দেখা ভাজ্জির বর্ণোজ্জ্বল ক্রিকেট কেরিয়ারে, দেখুন অবাক করা পরিসংখ্যান

1/7১৯৯৮ সালের ২৫ মার্চ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন হরভজন সিং। তিনি ভারতের হয়ে মোট ১০৩টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন। উইকেট নিয়েছেন ৪১৭টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৫ বার। ২টি সেঞ্চুরি ও ৯টি হাফসেঞ্চুরি-সহ টেস্ট ক্রিকেটে ২২২৪ রানও সংগ্রহ করেছেন হরভজন। তিনি শেষ টেস্ট খেলেন ২০১৫ সালের অগস্টে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

১৯৯৮ সালের ১৭ এপ্রিল শারজায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টিম ইন্ডিয়ার ওয়ান ডে জার্সিতে মাঠে নামেন হরভজন সিং। তিনি দেশের হয়ে ২৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে ২৬৯টি উইকেট নিয়েছেন সর্দার। ১২৩৭ রান রয়েছে তাঁর ঝুলিতে। তিনি দেশের হয়ে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেন ২০১৫ সালের অক্টোবরে মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
2/7১৯৯৮ সালের ১৭ এপ্রিল শারজায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টিম ইন্ডিয়ার ওয়ান ডে জার্সিতে মাঠে নামেন হরভজন সিং। তিনি দেশের হয়ে ২৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে ২৬৯টি উইকেট নিয়েছেন সর্দার। ১২৩৭ রান রয়েছে তাঁর ঝুলিতে। তিনি দেশের হয়ে শেষ ওয়ান ডে ম্যাচ খেলেন ২০১৫ সালের অক্টোবরে মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাতেখড়ি হয় ভাজ্জির। মোট ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হরভজন ২৫টি উইকেট নিয়েছেন ও ১০৮ রান করেছেন। তিনি শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ২০১৬ সালে ঢাকায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।
3/7২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাতেখড়ি হয় ভাজ্জির। মোট ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হরভজন ২৫টি উইকেট নিয়েছেন ও ১০৮ রান করেছেন। তিনি শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ২০১৬ সালে ঢাকায় সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।
হরভজন সিং ১৬৩টি আইপিএল ম্যাচে মাঠে নেমে মোট ১৫০টি উইকেট নিয়েছেন। রান করেছেন ৮৩৩। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছেন তিনি।
4/7হরভজন সিং ১৬৩টি আইপিএল ম্যাচে মাঠে নেমে মোট ১৫০টি উইকেট নিয়েছেন। রান করেছেন ৮৩৩। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছেন তিনি।
সবমিলিয়ে ১৯৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৭৮০টি উইকেট নিয়েছেন হরভজন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪১ বার। রান করেছেন ৪২৫৫। ২টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। 
5/7সবমিলিয়ে ১৯৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৭৮০টি উইকেট নিয়েছেন হরভজন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪১ বার। রান করেছেন ৪২৫৫। ২টি সেঞ্চুরি ও ১৫টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। 
মোট ৩৩৪টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে ৩৯৩টি উইকেট নিয়েছেন সর্দার। রান করেছেন ২১৩৪।
6/7মোট ৩৩৪টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে ৩৯৩টি উইকেট নিয়েছেন সর্দার। রান করেছেন ২১৩৪।
মোট ২৬৮টি টি-২০ ম্যাচ খেলে হরভজন ২৩৫টি উইকেট নিয়েছেন। রান করেছেন ১৫১২।
7/7মোট ২৬৮টি টি-২০ ম্যাচ খেলে হরভজন ২৩৫টি উইকেট নিয়েছেন। রান করেছেন ১৫১২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.