1/5লিগের শেষ ম্যচ পর্যন্ত ভারতের সামনে সুযোগ ছিল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার। কোনও নেট রান-রেটের জটিল অঙ্ক নয়, বরং হিসাবটা ছিল নিতান্ত সহজ। দক্ষিণ আফ্রিকাকে শেষ ম্যাচে হারালে ভারত সেমিফাইনালে যেত, হারলে বিদায়। এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামীর চোট পেয়ে প্রথম একাদশ থেকে ছিটকে যাওয়ার মাশুল চোকাতে হয় ভারতকে। চাপের মুখে ঝুলন বহু ম্যাচে মাথা ঠান্ডা রেখে ভারতকে জয় এনে দিয়েছেন। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমনই চাপের মুখে ঝুলনের অভাব মেটাতে পারেননি বাকি বোলাররা। ক্যাপ্টেন মিতালি ম্যাচের শেষে স্পষ্টই জানান যে, তিনি মিস করেছেন ঝুলনকে। সুতরাং, ভারতের সেমাফাইনালে যেতে না পারার অন্যতম কারণ গুরুত্বপূর্ণ সময়ে ঝুলনের চোট পেয়ে বসা।
2022-03-27