এই মুহুর্তে বেশ কঠিন পরিস্থিতিতে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজেদের ১৩টি ম্যাচে মাত্র ছয়টি ম্যাচ জিতে প্লে অফে ওঠার জন্য এখন তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির উপর। এই অবস্থায় অনেকেই কেকেআর-এর এমন পারফর্মেন্সের জন্য দোষ দিচ্ছেন মাঝ মরশুমে অধিনায়কত্ব বদলের থিওরিকে। এবার দীনেশ কার্তিককে সরাসরি আক্রমণ করলেন গৌতম গম্ভীর।
একটি সাক্ষাৎকারে দীনেশ কার্তিককে নিয়ে গম্ভীর জানিয়েছেন, “এতেই ওনার মানসিকতা বোঝা যায়। আপনি অধিনায়কত্ব ছেড়েছেন কারন আপনি আপনার ব্যাটিংয়ে মনোনিবেশ করতে চান। কিন্তু সেটিও কোনও কাজে দেয়নি। সেই কারণে কখনও কখনও নিজের উপর দায়িত্ব নিয়ে নেওয়া ভালো।”
এরপর নিজের উদাহরণ দিয়ে গম্ভীর বলেছেন, “যখন আমি ২০১৪ সালে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই সময় টুর্নামেন্টের শুরুতে আমি পরপর তিনবার শূন্য রানে আউট হয়েছিলাম। সেই সময় অধিনায়কত্বই আমাকে সাহায্য করেছে আমায় ফর্মে ফিরে আসতে। কারণটা ছিল আমি যখন ব্যাটিং করছিলাম না, তখন আমি শুধু ভাবতাম যে কি করে আমি আমার টিমকে নিজের অধিনায়কত্ব ও সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে জেতাবো। কিন্তু যখন আপনি অধিনায়কত্ব করছেন না, আপনি সেই সময় আরও বেশি করে আপনার ব্যাটিং নিয়ে ভাবছেন।”