টোকিও অলিম্পিক্সে দুরন্ত লড়াই উপহার দিয়েও হতাশ হতে হয় জি সাথিয়ানকে। ভারতের টেবিল টেনিস তারকা অবশ্য টোকিওর ধাক্কা ঝেড়ে ফেলে দুরন্ত পারফর্ম্যান্স মেলে ধরলেন চেক ওপেনে। আগাগোড়া অপ্রতিরোধ্য থেকে টুর্নামেন্টের খেতাব হাতে তোলেন সাথিয়ান।
ফাইনালে ইউক্রেনের ইয়েভেন প্রিশেভাকে ৪-০ ব্যবধানে পরাজিত করে আইটিটিএফ চেক ইন্টারন্যাশনাল ওপেনের মেনস সিঙ্গলসে চ্যাম্পিয়ন হন সাথিয়ান। ম্যাচের ফল ভারতীয় তারকার অনুকূলে ১১-০, ১১-৬, ১১-৬, ১৪-১২।ট্রেন্ডিং স্টোরিজ
বিশ্বের ৩৯ নম্বর টেবিল টেনিস তারকা সাথিয়ান টুর্নামেন্টের শীর্ষ বাছাই ছিলেন। ভারতীয় তারকার এটি কেরিয়ারের তৃতীয় আইটিটিএফ চ্যালেঞ্জার খেতাব। এর আগে তিনি ২০১৬ সালে বেলজিয়াম ওপেন ও ২০১৭ সালে স্প্যানিশ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন।
এর আগে সেমিফাইনালের মাঝপথেই সুইডিশ প্রতিপক্ষ ম্যাচ ছেড়ে দেন সাথিয়ানকে। ভারতীয় তারকা ১১-৪, ১১-৮ ব্যবধানে প্রথম দু’টি গেম জিতে নেন। তৃতীয় গেমেও ৮-২ পয়েন্টে এগিয়ে ছিলেন সাথিয়ান। ঠিক তখনই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ট্রালস মোরগার্ধ। উল্লেখযোগ্য বিষয় হল, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত একটিও গেম খোয়াননি সাথিয়ান।
গত সপ্তাহে বুদাপেস্টে অনুষ্ঠিত ডব্লিউটিটি কন্টেন্ডারের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হন সাথিয়ান। টুর্নামেন্টে তাঁর পার্টনার ছিলেন মনিকা বাত্রা।