1/5দারুণ ফর্মে পাওয়া গিয়েছে ঋষভ পন্তকে। এই সিরিজে ভারতের সবথেকে বড় প্রাপ্তি হল দুরন্ত ঋষভ পন্ত। যে ভাবে তিনি ম্যাঞ্চেস্টারে ম্যাচ জেতালেন তা অবিশ্বাস্য। বলা যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে পন্তের ব্যাটে ভরসার আলো দেখছে টিম ইন্ডিয়া।
2/5ফর্মে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পরে ভারতীয় দলে ফিরেছেন। নিজের আইপিএল- ২০২২ এর ফর্ম ধরে রেখেছন হার্দিক। ব্যাট-বল দুটোতেই দুরন্ত পারফর্ম করছেন তিনি। ভারত বনাম ইংল্যান্ড সিরিজে হার্দিকের পারফরমেন্স ভারতীয় টিম ম্যানেজমেন্টের মুখে হাসি ফুটিয়েছে।
3/5ভারত বনাম ইংল্যান্ড সিরিজে বুমরাহ যেন আরও বেশি মসৃন হয়ে উঠেছেন। একদিনের সিরিজের প্রথম ম্যাচে জসপ্রীত বুমরাহর বোলিং-এর ক্ষমতা দেখেছিল বিশ্ব। বুমরাহ ভারতের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠছেন।
4/5রোহিত শর্মার নেতৃত্বে নতুন স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন রোহিতের দারুণ রেকর্ড ভারতীয় দলকে নতুন পথ দেখাচ্ছে। কোহলির বদলে রোহিতকে নেতা করে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও ভুল করেনি সেটা আরও একবার প্রমাণিত হল।
5/5এই ভারতীয় দল নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছিল, সেই সব প্রশ্নের উত্তর দিল রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এই দলের মিডিল অর্ডার এখন ভরসা দিচ্ছে। সূর্যকুমার, হার্দিক, পন্তরা ইনিংস শেষ করতে পারেন বলে ভরসা দিচ্ছেন।