বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে কখনও জিততে পারেনি পাকিস্তান। চলতি টি-২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণের আগে এই রেকর্ডটা যদি হতদ্যম করে বাবর আজমদের, তবে তাঁদের উত্সাহিত করতে পারে অন্য একটি পরিসংখ্যান। আসলে দুবাইয়ের সাম্প্রতিক ইতিহাস পাকিস্তানের হয়েই কথা বলছে।
রেকর্ড বলছে, দুবাইয়ে শেষ ৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের একটিতেও হারেনি পাকিস্তান। সবক’টি ম্যাচেই বাবররা জয় তুলে নিয়েছেন। সেই ট্রেন্ড যদি বজায় থাকে, তবে বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারিয়ে দিতেও পারে পাকিস্তান।ট্রেন্ডিং স্টোরিজ
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে ২টি করে ম্যাচে পরাজিত করেছে পাকিস্তান।
১. ২৩ সেপ্টেম্বর ২০১৬: ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে পরাজিত করে পাকিস্তান।
২. ২৪ সেপ্টেম্বর ২০১৬: ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারিয়ে দেয় পাকিস্তান।
৩. ২৬ অক্টোবর ২০১৮: অস্ট্রেলিয়াকে ১১ রানে হারায় পাকিস্তান।
৪. ২৮ অক্টোবর ২০১৮: অস্ট্রেলিয়াকে ৩৩ রানে হারায় পাকিস্তান।
৫. ২ নভেম্বর ২০১৮: নিউজিল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে পাকিস্তান।
৬. ৪ নভেম্বর ২০১৮: নিউজিল্যান্ডকে ৪৭ রানে হারায় পাকিস্তান।https://www.youtube.com/embed/1y_f_ib5ylw
যদিও শেষ তিন বছরে দুবাইয়ে কোনও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেনি পাকিস্তান, তবু এই রেকর্ড থেকে অক্সিজেন নিয়েই ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারবেন বাবর আজমরা।