দুরন্ত ছন্দে ম্যাচ শুরু করেন সানিয়া-অঙ্কিতা। তবে অবিশ্বাস্য কামব্যাকে কিচেনক বোনেরা শেষমেশ ম্যাচ ছিনিয়ে নেন ভারতীয় জুটির কাছ থেকে। অলিম্পিক্স টেনিসে এমন নাটকীয় পটপরিবর্তন খুব বেশি দেখা গিয়েছে বলে মনে হয় না।
রবিবার টেনিসের ওমেনস ডাবলসে অঙ্কিতা রায়নাকে নিয়ে কোর্টে নামেন সানিয়া মির্জা। প্রথম ম্যাচে সানিয়াদের প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের যমজ বোন লিউডমিলা কিচেনক ও নাদিয়া কিচেনক।
প্রথম সেটে ইউক্রেনের জুটিকে কোর্টে দাঁড়াতেই দেননি সানিয়া-অঙ্কিতা। প্রতিপক্ষকে একটিও গেম জিততে দেননি তাঁরা। মাত্র ২১ মিনিটে প্রথম সেট ৬-০ গেমে জিতে নেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না।
যদিও একসময় ৫-৩ গেমে এগিয়ে থেকেও দ্বিতীয় সেট টাই-ব্রেকারে হেরে বসেন সানিয়া-অঙ্কিতা। দ্বিতীয় সেট ৭-৬ (৭/০) গেমে পকেটে পোরেন কিচেনকরা। সেই সঙ্গে তারা ম্যাচে ১-১ সেটে সমতা ফেরান। দ্বিতীয় সেটে লড়াই চলে দীর্ঘ ৫৮ মিনিট। স্বাভাবিকভাবেই ম্যাচ গড়ায় সুপার টাই-ব্রেকের নির্ণায়ক সেটে।
প্রথম সেটে প্রতিপক্ষকে একটিও গেমে জিততে না দেওয়া সানিয়া-অঙ্কিতা জুটি শেষমেশ হেরেই বসেন ওমেনস ডাবলসের প্রথম ম্যাচ। নির্ণায়ক সুপার টাই-ব্রেকে ১০-৮ ব্যবধানে জয় তুলে নেন কিচেনক বোনেরা। ফলে প্রথম ম্যাচে ৬-০, ৬-৭ (০/৭), ৮-১০ সেটে হেরে অলিম্পিক্স থেকে ছিটকে যেতে হয় সানিয়া-অঙ্কিতা জুটিকে। টেনিসে ভারতের পতাকা এখন সুমিত নাগালের হাতে, যিনি আগের দিনই মেনস সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন।