ধোনির উত্তরাধিকারী জাদেজা! এই সিদ্ধান্তে নীরবতা ভাঙলেন CSK-এর ডোয়েন ব্র্যাভো

চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। এরপর ক্রিকেট কিংবদন্তিদের ভক্তদের কাছ থেকে ক্রমাগত প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এই পর্বে এমএস ধোনিকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন দলের অভিজ্ঞ অলরাউন্ডারডোয়েন ব্র্যাভোও। ডোয়েন ব্র্যাভো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন। সেই পোস্টে এমএস ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন ব্র্যাভো। এত বছর ধরে চেন্নাই সুপার কিংসের হয়ে যা করেছেন তার জন্য ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ব্র্যাভো বলেছেন,‘ধোনির মহিমা চিরকাল থাকবে।’

এর পাশাপাশি রবীন্দ্র জাদেজাকে নিয়েও নিজের মত জানিয়েছেন ডোয়েন ব্র্যাভো। তাঁর মতে ধোনির পরে জাদেজাই অধিনায়কত্বের জন্য উপযুক্ত বিকল্প। এমএস ধোনির সঙ্গে নিজের একটি ছবি তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। এরপরে এমএস ধোনি ও জাদেজাকে নিয়ে ডোয়েন ব্র্যাভো লিখেছেন,‘আপনি যা করেছেন তার জন্য মাহি আপনাকে ধন্যবাদ। তোমার মহিমা চিরকাল থাকবে। রবীন্দ্র জাদেজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারত না। এখন আপনার সময় স্যার।’

আইপিএলের অন্যতম সফল অধিনায়ক এবং সিএসকে-এর চারবারের চ্যাম্পিয়ন নেতা হলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মরশুম শুরুর আগেই দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছেন মাহি। অধিনায়ক হিসেবে ২০৪টির মধ্যে ১২১টি ম্যাচ জিতেছেন ধোনি। এছাড়া ৮২টি ম্যাচে হেরেছেন ক্যাপ্টেন মাহি। ধোনির অধিনায়কত্বে, সিএসকে ২০১০ এবং ২০১১ সালে পরপর দুবার শিরোপা জিতেছিল। দুই বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়ে ২০১৮ সালে ফিরে এসেওCSK এর দল চ্যাম্পিয়ন হয়েছিল। ২০২১ সালেও শিরোপা দখল করেছিলেন মাহির চেন্নাই সুপার কিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.