নবনির্মিত মোতেরা ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকতে চলেছে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টের৷ এর আগে দু’টি গোলাপি বলে ডে-নাইট টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় দলের৷ ঘরের মাঠে একটি আর অপরটি অস্ট্রেলিয়া সফরে৷ ইংল্যান্ডের তিনটি পিঙ্ক বল টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে৷ এখনও পর্যন্ত সারা বিশ্বে মোট ১৫টি ডে-নাইট টেস্ট হয়েছে৷
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরায় প্রথম টেস্ট ম্যাচটি হচ্ছে ডে-নাইট৷ বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দিন-রাতের টেস্ট৷ রাতের আলোয় গোলাপি বলে এই টেস্টের সাক্ষী থাকতে চলেছে প্রায় ৫৫ হাজার দর্শক৷ পিঙ্ক বল টেস্ট নিয়ে বিভিন্ন ক্রিকেটারের ভিন্ন মত৷ টিম ইন্ডিয়ার নম্বর তিন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা গোলাপি বলে ডে-নাইট টেস্টের থেকে অবশ্য দিনের আলোয় লাল বলে খেলতে চান৷ অজি পেসার মিচেল স্টার্কের আবার গোলাপি বলের সুইং বেশি পছন্দের৷ বোলারদের কাছে পিঙ্ক বলে টেস্ট খেলা পছন্দের হলেও ব্যাটসম্যানদের জন্য তা মোটেই পছন্দের নয়৷
এখনও পর্যন্ত বিশ্বের ১৫টি ডে-নাইট টেস্ট হয়েছে৷ এক নজরে দেখে নেওয়া যাক তার খুঁটিনাটি:
* ভারত এখনও পর্যন্ত ২টি ডে-নাইট টেস্ট খেলেছে৷ একটি জিতেছে আর একটি হেরেছে৷
* প্রথম ডে-নাইট টেস্ট ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে৷ আর দ্বিতীয় ডে-নাইট টেস্ট ম্যাচটি ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷
* বাংলাদেশের বিরুদ্ধে ভারত ইনিংস ও ৪৬ রানে জেতে৷ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে হারে টিম ইন্ডিয়া৷
* ইংল্যান্ড এখনও পর্যন্ত তিনটি পিঙ্ক বল টেস্ট খেলেছে৷ এর মধ্যে দু’টি হেরেছে এবং একটি জিতেছে৷
* ইংল্যান্ড প্রথম ডে-নাইট টেস্ট খেলে ২০১৭ সালে বার্মিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে৷ ইনিংস ও ২০৯ রানে জেতে ইংল্যান্ড৷
* ইংল্যান্ড দ্বিতীয় পিঙ্ক বল টেস্টটি খেলে ২০১৭ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এই টেস্ট হারে রুটবাহিনী৷
* তৃতীয় পিঙ্ক বল টেস্টটি খেলে ২০১৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ ইংনিস ও ৪৯ রানে হারে ইংল্যান্ড৷
* ১৫টি পিঙ্ক বল টেস্টের মধ্যে আটবার যারা টস জিতেছ, তারা ম্যাচ জিতেছে৷
* পিঙ্ক বল টেস্টে সফলতম দল অস্ট্রেলিয়া৷ ঘরের মাঠে অজিরা ৮টি পিঙ্ক বল টেস্টে খেলেছে৷ সব ক’টিতে জিতেছে৷
* পিঙ্ক বল টেস্টে দ্বিতীয় সফল দল শ্রীলঙ্কা৷ তারা তিনটির মধ্যে দু’টিতে জিতেছে৷
* পিঙ্ক বল টেস্টে সর্বনিম্ন স্কোর ভারতের৷ ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া৷
* পিঙ্ক বল টেস্টে সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার৷ গত বছর নভেম্বরে অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে ৫৮৯ রান করেছিল অজিবাহিনী৷
* পিঙ্ক বল টেস্টে যে দল প্রথম ব্যাটিং করেছে, তারা আটবার জিতেছে৷ আর হেরেছে সাতবার৷
* পরে ব্যাটিং করে একমাত্র ভারত জিতেছে (বাংলাদেশের বিরুদ্ধে)৷
* পিঙ্ক বল টেস্টে স্পিনাররা উইকেট নিয়েছেন ১১৫টি৷ আর পেসাররা নিয়েছেন ৩৫৪টি৷
* ডে-নাইট টেস্টে সবচেয়ে বেশি উইকেট মিচেল স্টার্কের ৪৬টি৷
* স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নাথান লায়নের ২৯টি৷
* পিঙ্ক বল টেস্টে সবচেয়ে বেশি রান অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের৷ ৬টি টেস্টে ৫৯৬ রান করেছেন৷
* পিঙ্ক বল টেস্টে বিরাট কোহলি ২টি ম্যাচে ২১৪ রান করেছে৷ যার মধ্যে একটি সেঞ্চুরি৷
* পিঙ্ক বল টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুট করেছেন তিন ম্যাচে ২৬৩ রান৷